আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গত মঙ্গলবার সামান্য কমেছে। এর আগে কয়েক দফা দাম বাড়ায় মুনাফা লাভ করেছে বিনিয়োগকারী কোম্পানিগুলো। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপে অর্থনৈতিক মন্দার শঙ্কা, উদীয়মান বাজারগুলোতে ঋণ সংকট এবং বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনের ‘জিরো কোভিড’ নীতির কারণে জ্বালানি তেলের ভবিষ্যৎ চাহিদা এখনো খুব একটা আশাব্যঞ্জক নয়। মঙ্গলবার সকাল ৯টা ৫৯ মিনিটে ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১০৪ দশমিক ২৮ ডলারে দাঁড়িয়েছে। সোমবার এটির মূল্য বাড়ে ৪ দশমিক ১ শতাংশ, এক মাসের বেশি সময় ধরে সেটি ছিল সর্বোচ্চ। ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩৩ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৯৬ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দফায় এটির দাম ৪ দশমিক ২ শতাংশ বাড়ে। বিশ্বের অনেক দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়ায় এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যা প্রায় অর্ধ শতাব্দীতে দেখা যায়নি। সূত্র: রয়টার্স