ক্রীড়া ডেস্ক : বিশ্বজয়ের মুকুট পরে প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) ফিরেছেন মেসি। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির প্যারিসে ফিরে আসার কথা জানিয়েছে লিগ ওয়ান জায়ান্টরা।বিশ্বকাপ জয়ের উদযাপনের সঙ্গে আর্জেন্টিনায় দীর্ঘ ছুটি কাটালেন মেসি। বড়দিনের ছুটি, নববর্ষের উদযাপনে স্বদেশেই ছিলেন। মেসিকে ছাড়া লিগ ওয়ানে খেলতে নেমে পিএসজি টেবিলের দুইয়ের লেন্সের কাছে সবশেষ ম্যাচে ৩-১ ব্যবধানে হেরে বসেছে। তার আগের ম্যাচে স্ট্রাসবার্গের বিপক্ষে টানাটানির জয় পেলেও নেইমার লাল কার্ড দেখেন। মেসির ফিরে আসা দলের জন্য ইতিবাচকই হবে।গত ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে ফাইনালে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেছেন মেসি-ডি মারিয়ারা। টুর্নামেন্টজুড়ে অসাধারণ ছিলেন ৭ গোল আর ৩ অ্যাসিস্ট করা মহাতারকা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পাঁচবার এবং টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের মুকুটও উঠেছে মাথায়।