ক্রীড়া ডেস্ক : ১৯৩০ ও ১৯৫০ সালে শিরোপা জেতার পর বৈশ্বিক আসরে আর সাফল্যের দেখা পায়নি উরুগুয়ে। সর্বশেষ ২০১০ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল লাতিন অঞ্চলের দেশটি। কিন্তু কাতার বিশ্বকাপে আরো বেশিদূর যাওয়ার স্বপ্নজাল বুনছেন ফেদে ভালভের্দে, ‘আমরা বিশ্বাস করি, দারুণ কিছু জিনিস অর্জন করতে পারব। হয়তো না-ও পেতে পারি। তবে আমাদের লক্ষ্য হলো, বিশ্বকাপে একটা ছাপ রেখে যাওয়া। মাঠে যেকোনো কিছু হতে পারে। সব সময় বড় চিন্তা করতে হবে। ’ ‘এইচ’ গ্রুপে উরুগুয়ের সঙ্গী পর্তুগাল, দক্ষিণ কোরিয়া ও ঘানা। রিয়াল মাদ্রিদ তারকার চোখে কঠিন গ্রুপে পড়েছে তারা, ‘যত কঠিন গ্রুপ ততই ভালো। আমাদের শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে। এমন কিছুই প্রয়োজন ছিল। যখন সহজেই কোনো কিছু পেয়ে যাই তখন আমরা মূল্য বুঝতে পারি না। উরুগুইয়ান হিসেবে আমরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। ’ উরুগুয়ের কোচ দিয়েগো আলোনসো দলের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন এঁকে দিয়েছেন। জানান এই মিডফিল্ডার, ‘কোচ আমাদের বলেছেন, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারি। আমাদের সেই স্বপ্নটা আছে। ‘