ঢাকা ০৮:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

বিশ্বচিত্রকলায় চিত্রশিল্পী আব্দুর রাজ্জাকের স্বীকৃতি অর্জন

  • আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সাহিত্য ডেস্ক: বিশ্বচিত্রকলায় বাংলাদেশের গৌরব যুক্ত করলেন চিত্রশিল্পী আব্দুর রাজ্জাক প্রধান। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’।

সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত একটি অনুষ্ঠানে চিত্রশিল্পী আব্দুর রাজ্জাককে ওই পুরস্কার দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও মানব উন্নয়নে অবদান রাখা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও সামুদ্রিক সম্পদ মন্ত্রী মোহাম্মদ মুথালিব। এতে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থনীতি ও পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা; ক্রীড়া, ফিটনেস ও বিনোদন উপমন্ত্রী হুসাইন নিহাদ; ইসলামিক বিষয়ক উপমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জালিল ইসলাম এবং নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল। এতে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তিনি বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানবসম্প্রীতি ও সাংস্কৃতিক সহযোগিতার ওপর জোর দেন।

আব্দুর রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, সৃজনশীলতা ও মৌলিক চিন্তাশক্তির মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন। তিনি পুরস্কার, বৃত্তি ও সম্মাননাসহ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার সৃষ্টিকর্মে ফর্ম, টেক্সচার ও অনুভূতির গভীর সংলাপ গড়ে ওঠে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিল্পী রাজ্জাক প্রধান বলেন, ‘এই পুরস্কার শুধু আমার নয়। এটি বাংলাদেশের শিল্পীদের সম্মান। আমি বিশ্বাস করি, শিল্প মানুষকে একসূত্রে বাঁধে- ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দেয়। আমার শিল্প ওই মানবসম্প্রীতিরই ভাষা।’

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বচিত্রকলায় চিত্রশিল্পী আব্দুর রাজ্জাকের স্বীকৃতি অর্জন

আপডেট সময় : ০৭:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

সাহিত্য ডেস্ক: বিশ্বচিত্রকলায় বাংলাদেশের গৌরব যুক্ত করলেন চিত্রশিল্পী আব্দুর রাজ্জাক প্রধান। শিল্পকলায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্জন করেছেন ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’।

সম্প্রতি মালদ্বীপের রাজধানী মালেতে আয়োজিত একটি অনুষ্ঠানে চিত্রশিল্পী আব্দুর রাজ্জাককে ওই পুরস্কার দেওয়া হয়। শান্তি, সম্প্রীতি ও মানব উন্নয়নে অবদান রাখা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানাতে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপের মৎস্য ও সামুদ্রিক সম্পদ মন্ত্রী মোহাম্মদ মুথালিব। এতে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থনীতি ও পরিকল্পনা উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা; ক্রীড়া, ফিটনেস ও বিনোদন উপমন্ত্রী হুসাইন নিহাদ; ইসলামিক বিষয়ক উপমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জালিল ইসলাম এবং নেপালের সাবেক সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল। এতে সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু। তিনি বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য মানবসম্প্রীতি ও সাংস্কৃতিক সহযোগিতার ওপর জোর দেন।

আব্দুর রাজ্জাক প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি মেধা, সৃজনশীলতা ও মৌলিক চিন্তাশক্তির মাধ্যমে নিজেকে আলাদা করে তুলেছেন। তিনি পুরস্কার, বৃত্তি ও সম্মাননাসহ দেশ-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তার সৃষ্টিকর্মে ফর্ম, টেক্সচার ও অনুভূতির গভীর সংলাপ গড়ে ওঠে।

পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিল্পী রাজ্জাক প্রধান বলেন, ‘এই পুরস্কার শুধু আমার নয়। এটি বাংলাদেশের শিল্পীদের সম্মান। আমি বিশ্বাস করি, শিল্প মানুষকে একসূত্রে বাঁধে- ধর্ম, বর্ণ বা জাতিগত ভেদাভেদ ভুলিয়ে দেয়। আমার শিল্প ওই মানবসম্প্রীতিরই ভাষা।’

আজকের প্রত্যাশা/কেএমএএ