ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ভোটের আগে ভারতের নির্দেশে রাজনৈতিক পোস্ট ব্লক করল এক্স ঋণ পেতে মরদেহ নিয়ে ব্যাংকে এলেন নারী প্রতিমন্ত্রী পলকের শ্যালকের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন প্রথম ধাপের উপজেলা ভোটে বৈধ প্রার্থী ১৭৮৬ জন ভারতের জাতীয় নির্বাচন আজ শুরু নিজ বাহিনীতে ফিরে গেলেন র‌্যাব মুখপাত্র মঈন বোতলজাত সয়াবিনের লিটারে দাম বাড়ল ৪ টাকা ২৪ এপ্রিল ব্যাংকক যাচ্ছেন প্রধানমন্ত্রী নিজস্ব প্রতিবেদক : থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে

বিশ্বকাপ শেষ সাকিবের!

  • আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
  • ২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সাকিব আল হাসান, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। শেষ কথা এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচ আর খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।
জাতীয় দলের এক সূত্র থেকেই পাওয়া গেছে এমন খবর। জানা গেছে, সাকিব এখন যে অবস্থায় আছেন, তাতে কোনোভাবেই তার বাকি দুই ম্যাচ খেলা সম্ভব হবে না। যদিও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে সাকিবের। চোট নিয়েই ব্যাটিং ও বোলিং করেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে দুইদিন বা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তাতে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি সাকিবের। তাই বিশ্বকাপের বাকি দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এখন সাকিব যদি খেলতে না পারেন আর তার বদলে স্থলাভিষিক্ত খেলোয়াড় নিতে হয়, তবে আইসিসিকে জানাতে হবে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে যাকে নেওয়া হবে, তাকেও অবশ্যই বায়োবাবলে থাকতে হবে। দেশ থেকে কাউকে উড়িয়ে নেওয়ার সম্ভাবনা নেই। রিজার্ভেও একজন ক্রিকেটার নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের ছিটকে পড়ায় সেই রিজার্ভে রুবেল হোসেন ১৫ জনের দলে ঢুকেছেন। তাই এখন সাকিব ছিটকে পড়লেও বাড়তি একজন খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো সাকিবকে দলের সঙ্গে রেখেই দেওয়া হতে পারে। আগামীকাল ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যে সেমির স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার লার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ছাত্ররাজনীতি বন্ধের দাবি ছুটির পরও বুয়েটে চলছে পরীক্ষা বর্জন, আইনি লড়াইয়ে প্রশাসন

বিশ্বকাপ শেষ সাকিবের!

আপডেট সময় : ০১:৪৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন সাকিব আল হাসান, ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন। শেষ কথা এখনই বলে দেওয়া যাচ্ছে না। তবে এরই মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি দুই ম্যাচ আর খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের।
জাতীয় দলের এক সূত্র থেকেই পাওয়া গেছে এমন খবর। জানা গেছে, সাকিব এখন যে অবস্থায় আছেন, তাতে কোনোভাবেই তার বাকি দুই ম্যাচ খেলা সম্ভব হবে না। যদিও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গত শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে টান পড়ে সাকিবের। চোট নিয়েই ব্যাটিং ও বোলিং করেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে দুইদিন বা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। তাতে প্রত্যাশিত উন্নতি দেখা যায়নি সাকিবের। তাই বিশ্বকাপের বাকি দুই ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এখন সাকিব যদি খেলতে না পারেন আর তার বদলে স্থলাভিষিক্ত খেলোয়াড় নিতে হয়, তবে আইসিসিকে জানাতে হবে। সেক্ষেত্রে সাকিবের বিকল্প হিসেবে যাকে নেওয়া হবে, তাকেও অবশ্যই বায়োবাবলে থাকতে হবে। দেশ থেকে কাউকে উড়িয়ে নেওয়ার সম্ভাবনা নেই। রিজার্ভেও একজন ক্রিকেটার নিয়ে গিয়েছিল বাংলাদেশ। মোহাম্মদ সাইফউদ্দিনের ছিটকে পড়ায় সেই রিজার্ভে রুবেল হোসেন ১৫ জনের দলে ঢুকেছেন। তাই এখন সাকিব ছিটকে পড়লেও বাড়তি একজন খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ নেই। সেক্ষেত্রে হয়তো সাকিবকে দলের সঙ্গে রেখেই দেওয়া হতে পারে। আগামীকাল ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকা এবং ৪ নভেম্বর দুবাইতে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে ইতিমধ্যে সেমির স্বপ্ন বলতে গেলে শেষ হয়ে গেছে টাইগারদের।