ক্রীড়া ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশের নিগার সুলতানা ও শারমিন আক্তার। তাদের জায়গা হয়েছে আইসিসি ঘোষিত সেরা একাদশে। রাবেয়া খান জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে। রোববার ২০ এপ্রিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষণা করে ১০ দিনব্যাপী হওয়া বাছাইপর্বের সেরা একাদশ। যেখানে সবচেয়ে বেশি ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন পাকিস্তান থেকে। ওয়েস্ট ইন্ডিজের ৩ জন এবং স্কটল্যান্ডের ২ জন ক্রিকেটার আছেন দলে। বাংলাদেশের প্রতিনিধি তিনজন-যা দেশের জন্য গর্বের।
সবার চোখে পড়েছে নিগার সুলতানার ব্যাটিং নৈপুণ্য। পুরো টুর্নামেন্টে তিনি করেছেন ২৪১ রান, যার মধ্যে রয়েছে এক সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি। উইকেটের পেছনেও ছিলেন দারুণ সফল দুইটি ক্যাচ এবং তিনটি স্টাম্পিং করেছেন তিনি। থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলার সময় ৭৮ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম শতরানকারীর রেকর্ড গড়েন নিগার। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫১ ও স্কটল্যান্ডের বিপক্ষে ৮৩ রান করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
অন্যদিকে, শারমিন আক্তার তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়ে করেন ২৬৬ রান-যা ছিল আসরের দ্বিতীয় সর্বোচ্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে দেয় শক্ত ভিত, আর স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যথাক্রমে ৫৭ ও ৬৭ রানের ইনিংস খেলেন। রাবেয়া খান মূল একাদশে না থাকলেও দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন। লেগ স্পিনে ৬ উইকেট, ওভারপ্রতি মাত্র ৩.৭২ রান দিয়ে বোলিং করেছেন। আইরিশদের বিপক্ষে ৩৯ রানে ৩ উইকেট নিয়ে নজর কেড়েছেন।
বাছাইপর্বের সেরা একাদশ:
হেইলি ম্যাথিউস (ওয়েস্ট ইন্ডিজ)- ২৪০ রান ও সর্বোচ্চ ১৩ উইকেট (অলরাউন্ডার)
মুনিবা আলি (পাকিস্তান)- ২২৩ রান, ২টি ফিফটি
শারমিন আক্তার (বাংলাদেশ)- ২৬৬ রান, ৩টি ফিফটি
ক্যাথরিন ব্রাইস (স্কটল্যান্ড)- ২৯৩ রান, ৬ উইকেট
নিগার সুলতানা (বাংলাদেশ)- উইকেটরক্ষক, ২৪১ রান
ফাতিমা সানা (পাকিস্তান)- অধিনায়ক, ১২ উইকেট, ১০৭ রান
চিনেল হেনরি (ওয়েস্ট ইন্ডিজ) – ১৭১ রান, ১ উইকেট
আলিয়াহ অ্যালাইন (ওয়েস্ট ইন্ডিজ)- ১২ উইকেট, ৬৩ রান
ক্যাথরিন ফ্রেজার (স্কটল্যান্ড) – ৭৭ রান, ১০ উইকেট
নাস্রা সান্ধু (পাকিস্তান) – ১০ উইকেট
সাদিয়া ইকবাল (পাকিস্তান)- ৯ উইকেট
দ্বাদশ খেলোয়াড়: রাবেয়া খান (বাংলাদেশ)- ৬ উইকেট