বিনোদন ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের শুরুটা ভালো না হলেও শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। প্রতিটি ম্যাচে দুর্দান্ত খেলা দেখিয়েছেন লিওনেল মেসি ও তার সহযোদ্ধারা। দারুণ লড়াইয়ে ফাইনালে প্রতিপক্ষকে ঘায়েল করে জয় পান তারা। গত ১৮ ডিসেম্বর মেসি জাদুতে দীর্ঘ ৩৬ বছর পরে সোনালি ট্রফির দেখা পায় আর্জেন্টিনা। টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে তারা। এতে বিশ্বজুড়ে থাকা আর্জেন্টাইন সমর্থকরা আনন্দিত ও উচ্ছ্বসিত হন। আর তারকা সমর্থকরা প্রিয় দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সোশ্যালে।বলিউড বাদশাহ শাহরুখ খানও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি যে খেলা প্রেমিক তা সবারই জানা। ব্যস্ততা থাকলেও আইপিএলে মাঠে দেখা যায় তাকে। আর এটা তো বিশ্বকাপ ফুটবল! গত ১৮ ডিসেম্বর ফাইনালে মেসিদের জয়ে নিজের ছোটবেলার স্মৃতি তুলে ধরে বলেউড কিং।আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পরই এক টুইট বার্তায় শাহরুখ লেখেন, ‘আমরা এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম ফাইনাল দেখলাম। একটি ছোট টেলিভিশনে মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখার কথা মনে পড়ে আমার। এখন সন্তানদের সঙ্গে দেখে সেই একই উত্তেজনা।’এরপরই আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের জন্য মেসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সবাইকে মেধা, কঠোর পরিশ্রম আর স্বপ্নে বিশ্বাস করানোর জন্য তোমাকে ধন্যবাদ মেসি।’