ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিশ্বকাপে স্পিনারদের সাহসী হতে বললেন আশ্বিন

  • আপডেট সময় : ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২
  • ৮৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। উপমহাদেশের মতো সেখানে স্পিনাররা সুবিধা পাবেন না। বরং বাউন্সি ও ব্যাটিং উইকেটে ব্যাটারদের শিকারে পরিণত করতে তাদের বেশ লড়াই করতে হবে। এই ব্যাপারটা নিয়ে স্পিনারদের টোটকা বাতলে দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের উইকেটে আটকে রাখাটা স্পিনারদের জন্য তুলনামূলক কঠিন কাজ। অস্ট্রেলিয়ার মতো পেস বান্ধব কন্ডিশনে সেই কাজটা আরো কঠিন হবে। তবে বড় সীমানার সুবিধা নিতে এমন উইকেটে স্পিনারদের ফ্লাইট দেওয়ার মতো সাহস দেখাতে হবে বলে মনে করেন আশ্বিন। আশ্বিন বলেন, আপনাকে কোন লেন্থে বোলিং করতে হবে এটা বুঝাও খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনাকে সাহসী হতে হবে এবং ফিফটি-ফিফটি অপশন বেছে নিতে হবে।
বড় মাঠে পেসারদের তুলনায় স্পিনারদের বোলিং করতে বেশ সুবিধা হয়। কারণ স্পিনের কারিকুরি বুঝে বলকে মাঠ ছাড়া করতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। এই দিকটার সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের অন্যতম সফল এই স্পিনার। আশ্বিন আরো বলেন, এটা সত্যি যে, বোলাররা প্রচুর রান দিচ্ছে কিন্তু আমাদেরও বুঝতে হবে ভারতের (মাঠগুলোর সীমানা) ৩০ গজ বৃত্তের খুব কাছাকাছি। আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলি, এখানে বাউন্ডারি অনেক বড়, যা বোলারদের বাড়তি সুবিধা দেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে স্পিনারদের সাহসী হতে বললেন আশ্বিন

আপডেট সময় : ১০:৪৪:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। উপমহাদেশের মতো সেখানে স্পিনাররা সুবিধা পাবেন না। বরং বাউন্সি ও ব্যাটিং উইকেটে ব্যাটারদের শিকারে পরিণত করতে তাদের বেশ লড়াই করতে হবে। এই ব্যাপারটা নিয়ে স্পিনারদের টোটকা বাতলে দিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন আশ্বিন। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের উইকেটে আটকে রাখাটা স্পিনারদের জন্য তুলনামূলক কঠিন কাজ। অস্ট্রেলিয়ার মতো পেস বান্ধব কন্ডিশনে সেই কাজটা আরো কঠিন হবে। তবে বড় সীমানার সুবিধা নিতে এমন উইকেটে স্পিনারদের ফ্লাইট দেওয়ার মতো সাহস দেখাতে হবে বলে মনে করেন আশ্বিন। আশ্বিন বলেন, আপনাকে কোন লেন্থে বোলিং করতে হবে এটা বুঝাও খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গায় আপনাকে সাহসী হতে হবে এবং ফিফটি-ফিফটি অপশন বেছে নিতে হবে।
বড় মাঠে পেসারদের তুলনায় স্পিনারদের বোলিং করতে বেশ সুবিধা হয়। কারণ স্পিনের কারিকুরি বুঝে বলকে মাঠ ছাড়া করতে বেশ বেগ পেতে হয় ব্যাটারদের। এই দিকটার সুবিধা কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ভারতের অন্যতম সফল এই স্পিনার। আশ্বিন আরো বলেন, এটা সত্যি যে, বোলাররা প্রচুর রান দিচ্ছে কিন্তু আমাদেরও বুঝতে হবে ভারতের (মাঠগুলোর সীমানা) ৩০ গজ বৃত্তের খুব কাছাকাছি। আমরা যখন অস্ট্রেলিয়ায় খেলি, এখানে বাউন্ডারি অনেক বড়, যা বোলারদের বাড়তি সুবিধা দেয়।