ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

বিশ্বকাপে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

  • আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় হারের পরও বাংলাদেশকে এড়াতে পারল জিম্বাবুয়ে। বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের। আবুধাবিতে বুধবার শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। পরের ধাপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড। জিম্বাবুয়ে (০.৮৯৪) ও থাইল্যান্ডের (০.২৯৩) পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় আজ শুক্রবারের প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে যাওয়ার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

আপডেট সময় : ০১:২৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নাটকীয় হারের পরও বাংলাদেশকে এড়াতে পারল জিম্বাবুয়ে। বিশ্বকাপে যাওয়ার ম্যাচে ‘বি’ গ্রুপ সেরা হওয়া দলটি খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। ‘এ’ গ্রুপের সেরা দল বাংলাদেশ মুখোমুখি হবে রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে পড়া থাইল্যান্ডের। আবুধাবিতে বুধবার শেষ হয় গ্রুপ পর্বের লড়াই। প্রথম ধাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করে বাংলাদেশ। স্কটল্যান্ডকে হারিয়ে সেরা চারে তাদের সঙ্গী হয় আয়ারল্যান্ড। পরের ধাপে শেষ বলে বাউন্ডারি হজম করে আমিরাতের কাছে ৪ উইকেটে হেরে যায় জিম্বাবুয়ে। একই সময়ে হওয়া অন্য ম্যাচে পাপুয়া নিউ গিনিকে ১২ রানে হারায় থাইল্যান্ড। জিম্বাবুয়ে (০.৮৯৪) ও থাইল্যান্ডের (০.২৯৩) পয়েন্ট সমান- ৪। তবে রান রেটে পিছিয়ে থাকায় আজ শুক্রবারের প্রথম ম্যাচে টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল বাংলাদেশের বিপক্ষে খেলবে থাইল্যান্ড। পরের ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে জিম্বাবুয়ে। ফাইনালে যাওয়া দুই দলই খেলবে মূল আসরে।