ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

বিশ্বকাপে ভারতের দুর্দশা: চাহালের না থাকাকেই দুষছেন তাহির

  • আপডেট সময় : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ভারতের বিশ্বকাপ দলে ইয়ুজবেন্দ্র চাহালের না থাকা বিস্ময় হয়েই এসেছিল। আর এই বিস্ময়ের জন্ম দিয়েছিল ভারতের নির্বাচক কমিটি। দলের সবচেয়ে অভিজ্ঞ এবং নিয়মিত উইকেট তুলে নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও চাহালকে বাদ দিয়েই তারা ১৫ সদস্যর বিশ্বকাপ দল ঘোষণা করে দেয়।
চাহালকে বাদ দেয়ার পর চারদিকেই হচ্ছিল তুমুল সমালোচনা। আর চলতি বিশ্বকাপে ভারত যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিপক্ষ ব্যাটারদের সামনে বাকি বোলাররা হাপিত্যেশ করছে-তখন সেই চাহালের কথা আবার সামনে আনলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।
চাহালের দলে না থাকা বাকি সবার মতো অবাক করেছিলেন তাহিরকেও। আবুধাবির আয়োজন করা টি-টেন লিগের ভার্চুয়াল সভায় এসে চাহালকে নিয়ে তাহির বলেন, ‘সে অসাধারণ একজন বোলার। আমি ব্যক্তিগতভাবে, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবসত, সে ডাকই পেল না।’
ভারত এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি ভুগছে বোলিংয়ে। সুপার টুয়েলভে দুই ম্যাচে প্রতিপক্ষের মাত্র দুটি উইকেট নিতে পেরেছে ভারতীয় বোলাররা। চাহাল থাকলে প্রতিপক্ষের উইকেট নিতে এত সমস্যা হতো না ভারতের। দেখতে হতো না এত দুর্দশাও। অন্তত তাহির সেটাই মনে করেন।
লেগস্পিনারদের উইকেট তুলে নেয়ার ক্ষমতা তুলে ধরে তাহির বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং বিভিন্ন লিগে লেগস্পিনার হিসেবে খেলার সুবাদে আমি বলতে পারি, লেগস্পিনাররা যেকোনো সময় ২-৩ উইকেট তুলে নিয়ে দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখলেও, তাকে একটি ম্যাচও খেলায়নি ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন লেগস্পিনার বরুণ চক্রবর্তী। তবে বড় টুর্নামেন্টে অনভিজ্ঞ হওয়াতেই কি-না, নামের প্রতি সুবিচার করতে পারছেন না আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত বোলিং করা এই লেগি।
বরুণ না পারলেও, ইংল্যান্ডের আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার তাব্রিজ শামসিরা লেগস্পিন দিয়ে মাত করেছেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেও লেগস্পিনার হওয়ার সুবাদে তাদের নিয়ে স্তুতি ঝরল তাহির কণ্ঠে, ‘লেগস্পিনাররা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে ভালো লাগছে শামসি, আদিল, রশিদ খানরা বিশ্বকাপে জাদু দেখাচ্ছে। তারা নিজ নিজ দেশকে গৌরবে ভাসাচ্ছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে ভারতের দুর্দশা: চাহালের না থাকাকেই দুষছেন তাহির

আপডেট সময় : ০৯:২৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : ভারতের বিশ্বকাপ দলে ইয়ুজবেন্দ্র চাহালের না থাকা বিস্ময় হয়েই এসেছিল। আর এই বিস্ময়ের জন্ম দিয়েছিল ভারতের নির্বাচক কমিটি। দলের সবচেয়ে অভিজ্ঞ এবং নিয়মিত উইকেট তুলে নেয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও চাহালকে বাদ দিয়েই তারা ১৫ সদস্যর বিশ্বকাপ দল ঘোষণা করে দেয়।
চাহালকে বাদ দেয়ার পর চারদিকেই হচ্ছিল তুমুল সমালোচনা। আর চলতি বিশ্বকাপে ভারত যখন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রতিপক্ষ ব্যাটারদের সামনে বাকি বোলাররা হাপিত্যেশ করছে-তখন সেই চাহালের কথা আবার সামনে আনলেন দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির।
চাহালের দলে না থাকা বাকি সবার মতো অবাক করেছিলেন তাহিরকেও। আবুধাবির আয়োজন করা টি-টেন লিগের ভার্চুয়াল সভায় এসে চাহালকে নিয়ে তাহির বলেন, ‘সে অসাধারণ একজন বোলার। আমি ব্যক্তিগতভাবে, তাকে বিশ্বকাপে খেলতে দেখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবসত, সে ডাকই পেল না।’
ভারত এবারের বিশ্বকাপ সবচেয়ে বেশি ভুগছে বোলিংয়ে। সুপার টুয়েলভে দুই ম্যাচে প্রতিপক্ষের মাত্র দুটি উইকেট নিতে পেরেছে ভারতীয় বোলাররা। চাহাল থাকলে প্রতিপক্ষের উইকেট নিতে এত সমস্যা হতো না ভারতের। দেখতে হতো না এত দুর্দশাও। অন্তত তাহির সেটাই মনে করেন।
লেগস্পিনারদের উইকেট তুলে নেয়ার ক্ষমতা তুলে ধরে তাহির বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং বিভিন্ন লিগে লেগস্পিনার হিসেবে খেলার সুবাদে আমি বলতে পারি, লেগস্পিনাররা যেকোনো সময় ২-৩ উইকেট তুলে নিয়ে দ্রুত ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।’
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিনকে দলে রাখলেও, তাকে একটি ম্যাচও খেলায়নি ভারত। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশে ছিলেন লেগস্পিনার বরুণ চক্রবর্তী। তবে বড় টুর্নামেন্টে অনভিজ্ঞ হওয়াতেই কি-না, নামের প্রতি সুবিচার করতে পারছেন না আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত বোলিং করা এই লেগি।
বরুণ না পারলেও, ইংল্যান্ডের আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খান, দক্ষিণ আফ্রিকার তাব্রিজ শামসিরা লেগস্পিন দিয়ে মাত করেছেন চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিজেও লেগস্পিনার হওয়ার সুবাদে তাদের নিয়ে স্তুতি ঝরল তাহির কণ্ঠে, ‘লেগস্পিনাররা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে ভালো লাগছে শামসি, আদিল, রশিদ খানরা বিশ্বকাপে জাদু দেখাচ্ছে। তারা নিজ নিজ দেশকে গৌরবে ভাসাচ্ছে।’