ক্রীড়া ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম জৈব সুরক্ষা বলয় (বায়ো-বাবল) ভাঙার ঘটনা ঘটল। ইংলিশ আম্পায়ার মাইকেল গফ বায়ো-বাবল ভেঙে ধরা পড়েছেন। শাস্তিস্বরূপ ছয় দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে। এ সময় কোনো ম্যাচে আম্পায়ারিং করতে পারবেন না গফ। থাকতে হবে আইসোলেশনে।
সাবেক ডারহাম ব্যাটার গফ বর্তমান বিশ্বের অন্যতম সেরা আম্পায়ারদের একজন। তবে শর্ত ভাঙায় আইসিসির জৈব-নিরাপত্তা কমিটির হাত থেকে রক্ষা পেলেন না তিনি। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘জৈব-নিরাপত্তা বলয় ভাঙায় উপদেষ্টা কমিটি আম্পায়ার মাইকেল গফকে ছয়দিনের জন্য আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে।’
আইসোলেশনে থাকার কারণেই গত রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করার কথা থাকলেও মাঠে আসেননি গফ। রিচার্ড ক্যাটেলব্রোর সঙ্গে মারাইস এরাসমাস দায়িত্ব পালন করেন। আপাতত ছয়দিনের বন্দিদশা থেকে বের হয়ে মাঠে ফিরতে সমস্যায় নেই গফের। তবে ধারণা করা হচ্ছে, আইসিসি সামনে এই ইংলিশ আম্পায়ারকে জরিমানা করতে পারে।
কীভাবে এই আম্পায়ার বলয় ভেঙেছেন, আইসিসির অফিসিয়ালরা সেটা প্রকাশ না করলেও জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যম মিরর জানাচ্ছে, গত শুক্রবার কারও অনুমতি ছাড়া হোটেল থেকে বেরিয়ে যান গফ। এরপর বাবলে না থাকা মানুষদের সঙ্গে সাক্ষাত করেন।
বিশ্বকাপে বায়ো-বাবল ভাঙা প্রথম অপরাধী ইংলিশ আম্পায়ার
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ