ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন গিবস

  • আপডেট সময় : ০৯:৪১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
  • ৮০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একইসঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও বলেছেন গিবস। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।’ তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ওপর জোর দিয়ে গিবস আরও বলেন, ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’ এসময় তিন দলের বর্তমান অবস্থার ভিত্তিতে গিবস বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’ তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

‘ক্ষমতায় থাকতে’ ইউনূস মৌলবাদীদের ‘একখানে করেছেন’: গয়েশ্বর

বিশ্বকাপে বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন গিবস

আপডেট সময় : ০৯:৪১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান হার্শেল গিবসের মতে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেবারিট থাকবে তিনটি দেশ। সেই তিনটি দেশ হলো পাকিস্তান, ভারত ও ইংল্যান্ড। একইসঙ্গে বাংলাদেশ-শ্রীলঙ্কার সম্ভাবনার কথাও বলেছেন গিবস। ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এ প্রোটিয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি ফেবারিট হিসেবে বলব ইংল্যান্ড, পাকিস্তান ও ভারতের কথা। আসলে আপনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না। শ্রীলঙ্কাও যেকোনো কিছু করে ফেলতে পারে। এমনকি বাংলাদেশও তা করতে পারে।’ তবে ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের ওপর জোর দিয়ে গিবস আরও বলেন, ‘আমার মতে, এখন পর্যন্ত বলব পাকিস্তান, ভারত এবং ইংল্যান্ডের কথা। তবে (বিশ্বকাপের) কন্ডিশন কেমন হবে, তার ওপরেও বিষয়টা নির্ভর করে।’ এসময় তিন দলের বর্তমান অবস্থার ভিত্তিতে গিবস বলেন, ‘পাকিস্তানের আনপ্রেডিক্টেবিলিটি সবসময়ই একটা বড় প্রভাবক। ইংল্যান্ড আর ভারত শক্তিশালী দল। তাই উইকেটের ওপর অনেক কিছু নির্ভর করে। যদি উইকেটে বল টার্ন করে, আমার মনে হয় না ওয়েস্ট ইন্ডিজ তেমন ভয়ানক হতে পারবে।’ তিনি আরও বলেন, ‘বিরাট কোহলি (ভারত), বাবর আজম (পাকিস্তান), জস বাটলার (ইংল্যান্ড)- এসব দলে অনেক ভালো ব্যাটসম্যান রয়েছে। ওয়েস্ট ইন্ডিজেও কয়েকজন আছে। তবে কোহলি, বাবর, স্টিভ স্মিথরা এমন ব্যাটসম্যান যারা সব ধরনের উইকেটেই ভালো খেলতে পারে। তাদের স্কিল অনেক বেশি। যা অন্যদের চেয়ে তাদেরকে আলাদা করে দেয়।’