ক্রীড়া ডেস্ক : কত দিন মাঠের বাইরে থাকতে হবে এখনও জানেন না আর্থার মেলো, তবে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার অনুভব করছেন খেলা হচ্ছে না বিশ্বকাপে। অনুশীলনের সময় পাওয়া চোট শেষ করে দিয়েছে তার কাতার যাওয়ার আশা। ২৬ বছর বয়সী আর্থার ইনস্টাগ্রামে জানান, লিভারপুলের অনুশীলনে সোমবার পাওয়া চোট থেকে সেরে উঠতে তার অনেক সময় লাগবে। “দুঃখজনকভাবে, আপনারা সবাই জানেন, আমার বাম ঊরুর চোট আমাকে বেশ কিছু দিনের জন্য খেলার বাইরে নিয়ে গেছে। এটা এমন একটা সময়ে এসেছে যখন আমি প্রবল চেষ্টা ও দারুণ পরিশ্রম করেছি। আমি নতুন বলে নিজের জায়গা পাকা করার জন্য প্রস্তুত ছিলাম এবং আমার বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণের জন্য লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম।” ২০১৮ সালে অভিষেকের পর ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২২ ম্যাচ খেলেছেন আর্থার। গত মৌসুম শেষে ধারে ইউভেন্তুস থেকে লিভারপুলে যোগ দেন তিনি।