ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

বিশ্বকাপে আফ্রিদি, ফাখরের পরিচর্যায় বিশেষ ব্যবস্থা পাকিস্তানের

  • আপডেট সময় : ১২:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন শাহিন ৯০ ভাগ সুস্থ। শাহিন শাহ আফ্রিদি নিজেও জানিয়েছিলেন, রিহ্যাব সম্পন্ন করেছেন। এখন তিনি প্রস্তুত খেলার জন্য। কিন্তু মূল ঘটনা হলো, শাহিনকে নিয়ে এখনও দুশ্চিন্তা কাটছে না। যদিও তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী টিম পাকিস্তান ম্যানেজমেন্ট। তবুও শাহিন শাহ আফ্রিদি এবং চোট কাটিয়ে ফেরা অপর ব্যাটার ফাখর জামাদের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন লন্ডন প্রবাসী ফিজিয়োথেরাপিস্ট জাভেদ আখতার মুঘল। তাকে বিশেষ দায়িত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছেন রামিজ রাজা। তার মূল কাজই হবে শাহিন এবং ফাখরের সুস্থতার দিকটা পুরোপুরি দেখা। এই দুই ক্রিকেটারই হাঁটুর গুরুতর চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন। ২০ ওভারের বিশ্বকাপে তারা হতে পারেন বাবর আজমের তুরুপের তাস। শাহিন এবং ফাখর যাতে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের শতভাগ পারফরম্যান্স করতে পারেন, তা নিশ্চিত করতে চান পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘লন্ডনে শাহিন এবং ফাখরের সুস্থ হয়ে ওঠার পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন মুঘল। ওদের চোট সম্পর্কে তিনি সবচেয়ে ভাল জানেন। তাই বিশ্বকাপের সময়ও এই ক্রিকেটারের দেখভালের দায়িত্ব মুঘলকে দেওয়া হয়েছে। উনি দলের সঙ্গেই থাকবেন।’
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে মুঘল মূলত শাহিন এবং ফাখরের দেখভাল করলেও, দলের অন্য ক্রিকেটাররাও প্রয়োজনে উপকৃত হবেন। শাহিন এবং ফাখরকে পাক ক্রিকেটের সম্পদ বলেও অভিহিত করেছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাকে সুস্থ করে তোলার জন্য লন্ডনের চিকিৎসক এবং সংশ্লিষ্ট অন্যদের ধন্যবাদ জানিয়েছেন শাহিন। লন্ডন থেকে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের মাঠে ফিজিও এবং অন্যদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পাক পেসার। শনিবারই শাহিন এবং ফাখর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেন। ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাদের খেলাতে চান পাকিস্তানের কোচ সাকলাইন মুস্তাক। তারা ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন কি না, তা দেখে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বিশ্বকাপে আফ্রিদি, ফাখরের পরিচর্যায় বিশেষ ব্যবস্থা পাকিস্তানের

আপডেট সময় : ১২:২৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে ধোঁয়াশা কাটছেই না। কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেছিলেন শাহিন ৯০ ভাগ সুস্থ। শাহিন শাহ আফ্রিদি নিজেও জানিয়েছিলেন, রিহ্যাব সম্পন্ন করেছেন। এখন তিনি প্রস্তুত খেলার জন্য। কিন্তু মূল ঘটনা হলো, শাহিনকে নিয়ে এখনও দুশ্চিন্তা কাটছে না। যদিও তাকে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই পাওয়ার ব্যাপারে দারুণ আশাবাদী টিম পাকিস্তান ম্যানেজমেন্ট। তবুও শাহিন শাহ আফ্রিদি এবং চোট কাটিয়ে ফেরা অপর ব্যাটার ফাখর জামাদের দেখভালের জন্য বিশেষ ব্যবস্থা নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অস্ট্রেলিয়ায় পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন লন্ডন প্রবাসী ফিজিয়োথেরাপিস্ট জাভেদ আখতার মুঘল। তাকে বিশেষ দায়িত্ব দিয়ে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছেন রামিজ রাজা। তার মূল কাজই হবে শাহিন এবং ফাখরের সুস্থতার দিকটা পুরোপুরি দেখা। এই দুই ক্রিকেটারই হাঁটুর গুরুতর চোট সারিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন। ২০ ওভারের বিশ্বকাপে তারা হতে পারেন বাবর আজমের তুরুপের তাস। শাহিন এবং ফাখর যাতে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের শতভাগ পারফরম্যান্স করতে পারেন, তা নিশ্চিত করতে চান পাকিস্তানের ক্রিকেট কর্তারা। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘লন্ডনে শাহিন এবং ফাখরের সুস্থ হয়ে ওঠার পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন মুঘল। ওদের চোট সম্পর্কে তিনি সবচেয়ে ভাল জানেন। তাই বিশ্বকাপের সময়ও এই ক্রিকেটারের দেখভালের দায়িত্ব মুঘলকে দেওয়া হয়েছে। উনি দলের সঙ্গেই থাকবেন।’
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে মুঘল মূলত শাহিন এবং ফাখরের দেখভাল করলেও, দলের অন্য ক্রিকেটাররাও প্রয়োজনে উপকৃত হবেন। শাহিন এবং ফাখরকে পাক ক্রিকেটের সম্পদ বলেও অভিহিত করেছে পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তাকে সুস্থ করে তোলার জন্য লন্ডনের চিকিৎসক এবং সংশ্লিষ্ট অন্যদের ধন্যবাদ জানিয়েছেন শাহিন। লন্ডন থেকে অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে ক্রিস্টাল প্যালেস ফুটবল ক্লাবের মাঠে ফিজিও এবং অন্যদের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন পাক পেসার। শনিবারই শাহিন এবং ফাখর ব্রিসবেনে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেন। ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাদের খেলাতে চান পাকিস্তানের কোচ সাকলাইন মুস্তাক। তারা ম্যাচ খেলার মতো অবস্থায় রয়েছেন কি না, তা দেখে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।