ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

বিশ্বকাপের সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা-জার্মানি

  • আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ১২৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসে চলমান নারী হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তাদের লড়তে হবে জার্মানি নারী হকি দলের বিপক্ষে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেরা চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনার নারী দল। বিশ্বকাপের শুরু থেকেই দারুণ খেলছে আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে তারা। পরে স্পেনকে ৪-১ ও কানাডাকে ৭-১ গোলে হারিয়ে পেয়ে যায় কোয়ার্টারের টিকিট। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় ১-০ গোলে। নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়ও ঠিক ১-০ গোলে। শনিবার আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। এর আগে প্রথম সেমিফাইনালে লড়বে স্বাগতিক নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। জার্মানিকে হারাতে পারলে ১২ বছর পর আবার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। ২০১০ সালে নিজেদের ঘরের মাঠে হওয়া আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সবমিলিয়ে এখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের সেমিফাইনালে লড়বে আর্জেন্টিনা-জার্মানি

আপডেট সময় : ১১:১৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২

ক্রীড়া ডেস্ক : নেদারল্যান্ডসে চলমান নারী হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। যেখানে তাদের লড়তে হবে জার্মানি নারী হকি দলের বিপক্ষে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেরা চারের টিকিট পেয়েছে আর্জেন্টিনার নারী দল। বিশ্বকাপের শুরু থেকেই দারুণ খেলছে আর্জেন্টিনা। দক্ষিণ কোরিয়াকে ৪-০ গোলে হারিয়ে যাত্রা শুরু করে তারা। পরে স্পেনকে ৪-১ ও কানাডাকে ৭-১ গোলে হারিয়ে পেয়ে যায় কোয়ার্টারের টিকিট। শেষ আটের লড়াইয়ে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয় ১-০ গোলে। নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জার্মানির জয়ও ঠিক ১-০ গোলে। শনিবার আসরের দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও জার্মানি। এর আগে প্রথম সেমিফাইনালে লড়বে স্বাগতিক নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। জার্মানিকে হারাতে পারলে ১২ বছর পর আবার ফাইনালে খেলবে আর্জেন্টিনা। ২০১০ সালে নিজেদের ঘরের মাঠে হওয়া আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সবমিলিয়ে এখন পর্যন্ত দুইবার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস।