ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আসগর আফগান। রোববার (৩১ অক্টোবর) টি-টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে আফগানিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলবেন তিনি।
৩৩ বছর বয়সী আসগর ছয় টেস্ট, ১১৪ ওয়ানডে খেলেছেন এবং ৭৫তম টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেটের পর্দা নামাচ্ছেন। সব ফরম্যাট মিলিয়ে ৪২১৫ রান তার এবং আফগানিস্তানকে নেতৃত্ব দেতন ১১৫ ম্যাচ।
২০১৮ সালে ভারতের বিপক্ষে আফগানিস্তান তাদের প্রথম টেস্ট খেলেছিল আসগরের নেতৃত্বে। লাল বলের ক্রিকেটে দুটি জয় ও দুটি হারের স্বাদ পান অধিনায়ক হিসেবে।
৫৯ ওয়ানডেতে অধিনায়ক হয়ে আসগর জিতেছেন ৩৪ ম্যাচ, হার ২১টিতে। আর টি-টোয়েন্টিতে ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় ৪২টি।
২০০৯ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় আসগরের, পরের বছর আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেন প্রথম টি-টোয়েন্টি।
গত মার্চে আবু ধাবিতে জিম্বাবুয়েকে হারিয়ে মহেন্দ্র সিং ধোনিকে (৪১) টপকে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জেতা অধিনায়কের রেকর্ড গড়েন। এছাড়া এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে টানা সর্বোচ্চ ম্যাচ (৪৬) খেলার রেকর্ডও তার দখলে।
আসগরের শেষ টেস্ট জিম্বাবুয়ের বিপক্ষে। ক্যারিয়ারের সর্বোচ্চ ১৬৪ রান করেন এবং হাসমতউল্লাহ শহীদীর (অপরাজিত ২০০) সঙ্গে ৩০৭ রানের জুটি গড়েন। ওই জুটিতে প্রথম ইনিংসে ৫৪৫ রান করার পর আফগানিস্তান জিতেছিল ৬ উইকেটে।
আসগরের একমাত্র ওয়ানডে সেঞ্চুরি ২০১৭ সালে, আয়ারল্যান্ডের বিপক্ষে তার ১০১ রান দলকে ৩৪ রানের সহজ জয় এনে দেয়।
২০১৫ সালের বিশ্বকাপের পর আসগর অধিনায়ক মোহাম্মদ নবীর স্থলাভিষিক্ত হন এবং চার বছর দায়িত্বে ছিলেন। ২০১৯ সালের বিশ্বকাপে গুলবাদিন নাইব তার উত্তরসূরি হন। ওই বছরের ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পান আসগর কিন্তু মে মাসে আবারো তাকে সরিয়ে দেওয়া হয়।
আফগানিস্তান বিশ্বকাপের সুপার টুয়েলভের একটি করে জয় ও হারের স্বাদ পেয়েছে। দেশের সবচেয়ে সফল অধিনায়কের শেষ ম্যাচ জিতে তার বিদায় স্মরণীয় করতে মরিয়া আফগানিস্তান।
বিশ্বকাপের মাঝপথে অবসরের ঘোষণা আসগরের
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ