ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান : শোয়েব

  • আপডেট সময় : ১১:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
  • ৮৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন দেশটির সাবেক গতিদানব শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের আশঙ্কা, প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বাজে পারফর্মের পর পাকিস্তানকে নিয়ে শোয়েব বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা খুবই খারাপ। ওপেনাররা ব্যর্থ হলেই মিডলঅর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক। ’ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আরো বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়। ’ হেড কোচ সাকলাইন মুস্তাককে উদ্দেশ করে শোয়েব বলেন, ‘সাকলাইন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। ’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান : শোয়েব

আপডেট সময় : ১১:০৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২

ক্রীড়া ডেস্ক : চলতি মাসেই অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তবে বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানকে নিয়ে দুশ্চিন্তায় আছেন দেশটির সাবেক গতিদানব শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের আশঙ্কা, প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান। ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে বাজে পারফর্মের পর পাকিস্তানকে নিয়ে শোয়েব বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। পাকিস্তানের মিডল অর্ডারের অবস্থা খুবই খারাপ। ওপেনাররা ব্যর্থ হলেই মিডলঅর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না, যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক। ’ নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আরো বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি। যখন প্রধান নির্বাচক গড়পড়তার হয়, তখন তো সিদ্ধান্তও তেমনই গড়পড়তার হয়। ’ হেড কোচ সাকলাইন মুস্তাককে উদ্দেশ করে শোয়েব বলেন, ‘সাকলাইন শেষ ক্রিকেট খেলেছিল ২০০২ সালে। আমি এটা বলতে চাই না কারণ সে আমার বন্ধু। কিন্তু আমি মনে করি না টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে তার কোনো ধারণা আছে। ’