ঢাকা ১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিশ্বকাপের পর ইনস্টাগ্রামে ‘ডিম্বজয়’ লিওনেল মেসির

  • আপডেট সময় : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : কাতারে বিশ্বকাপ জেতার পর আবারও নতুন রেকর্ড করলেন লিওনেল মেসি। তবে, এবার সেটি ফুটবল মাঠে নয়, বরং সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। এক ‘ডিমের’ ছবিকে হারিয়ে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের ছবি এখন মেসির বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা ছবিটি।
গত রোববারের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে তার দেশ আর্জেন্টিনা। তবে, এটিও যথেষ্ট ছিল না এই আর্জেন্টিনিয়ান তারকার কাছে। প্রতিবেদন লেখার সময় তার ওই ছবিতে ‘লাইক’ ছিল প্রায় ছয় কোটি ৮০ লাখের মতো, যা ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক অর্জনের রেকর্ড। এর আগে রেকর্ডটি একটি ডিমের কুখ্যাত ছবির দখলে ছিল, যেটির বর্তমান লাইক সংখ্যা প্রায় পাঁচ কোটি ৭৭ লাখের মতো। যে অ্যাকাউন্ট থেকে ওই ডিমের ছবি পোস্ট করা হয়েছে, তার নাম ‘এগ গ্যাং’ এবং অ্যাকাউন্ট হ্যান্ডল ‘ওয়ার্ল্ডথরেকর্ডথএগ’। একটি ছবিই আছে ওই অ্যাকাউন্টে আর এর ফলোয়ার সংখ্যা প্রায় ৪৯ লাখ।
গতকাল বুধবার নতুন কোনো পোস্ট নয়, বরং একটি স্টোরি পোস্ট হয়েছে অ্যাকাউন্ট থেকে। সেখানে ডিমের ছবির নিচে লেখা- “চার বছর আগে আমরা একটি অভিযানে নেমেছিলাম। নয় দিনের মাথায় আমরা, একসঙ্গে, ইন্টারনেটে ইতিহাস সৃষ্টি করেছিলাম। আজ লিওমেসি সেই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন (আপাতত) কিন্তু আমি আজও একটি প্রশ্নের উত্তর খুঁজি।” প্রশ্নটির উল্লেখ না থাকলেও ধরে নেওয়া চলে এটি সেই বিখ্যাত জিজ্ঞাসা- ডিম আগে না…। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ প্রতিবেদনে বলেছে, ওই রেকর্ডধারী ডিমের ছবি নিয়ে সমর্থকরা এখন রসিকতা করার মাধ্যমে মেসির আরেকটি বিজয় উদযাপন করছেন। এক সমর্থক মন্তব্য করেন, “মেসি ডিমের অমলেট রান্না করছেন।” আরেকজন বলেন, “আমাদের রাজা একে টপকে গেছেন।”
মেসির রেকর্ড-ভাঙ্গা ওই পোস্টে, ফুটবল কিংবদন্তীর মাথার ওপর ট্রফি উঁচিয়ে জয় উদযাপনের সময় তার মুখে ছিল গৌরবের হাসি। এর ক্যাপশনে লিখা ছিল: “বিশ্বচ্যাম্পিয়নস!!!!!!! এতবার স্বপ্ন দেখেছি, এতটাই চেয়েছিলাম। আমি যে এখনও পড়ে যাইনি, তা বিশ্বাস করতে পারছি না।” “আমার পরিবারকে ধন্যবাদ, যারা আমাদের সমর্থন করেছেন, আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা আর্জেন্টাইনরা যে একসঙ্গে লড়াই করে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটি আবারও প্রমাণ করলাম আমরা।” “এই দলের মেধা, অন্যদের চেয়ে ভালো। আর একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি সকল আর্জেন্টাইনদের মধ্যেও ছিল… আমরা পেরেছি!!!”
ডিমের বিরুদ্ধে মেসির বিজয় নিয়ে টুইটারেও হাস্যরস চলছে। “আচ্ছা মেসি এফসি, আমরা ডিমকেও হারিয়ে দিয়েছে, এখন তাহলে কি?” –মেসির ব্যালন ডি’অর ট্রফিতে ডিমের ছবি বসিয়ে টুইট করেন এক ব্যক্তি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় বিবেচিত হচ্ছে ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা মূহুর্ত হিসেবে। বিশ্বকাপজয়ী দলটিকে বাঁধ ভাঙা উল্লাসের মাধ্যমে নিজ দেশে অভ্যর্থনা জানিয়েছেন সমর্থকরা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

বিশ্বকাপের পর ইনস্টাগ্রামে ‘ডিম্বজয়’ লিওনেল মেসির

আপডেট সময় : ১০:১৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২

প্রযুক্তি ডেস্ক : কাতারে বিশ্বকাপ জেতার পর আবারও নতুন রেকর্ড করলেন লিওনেল মেসি। তবে, এবার সেটি ফুটবল মাঠে নয়, বরং সামাজিক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে। এক ‘ডিমের’ ছবিকে হারিয়ে প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের সবচেয়ে পছন্দের ছবি এখন মেসির বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা ছবিটি।
গত রোববারের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে তার দেশ আর্জেন্টিনা। তবে, এটিও যথেষ্ট ছিল না এই আর্জেন্টিনিয়ান তারকার কাছে। প্রতিবেদন লেখার সময় তার ওই ছবিতে ‘লাইক’ ছিল প্রায় ছয় কোটি ৮০ লাখের মতো, যা ইনস্টাগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি লাইক অর্জনের রেকর্ড। এর আগে রেকর্ডটি একটি ডিমের কুখ্যাত ছবির দখলে ছিল, যেটির বর্তমান লাইক সংখ্যা প্রায় পাঁচ কোটি ৭৭ লাখের মতো। যে অ্যাকাউন্ট থেকে ওই ডিমের ছবি পোস্ট করা হয়েছে, তার নাম ‘এগ গ্যাং’ এবং অ্যাকাউন্ট হ্যান্ডল ‘ওয়ার্ল্ডথরেকর্ডথএগ’। একটি ছবিই আছে ওই অ্যাকাউন্টে আর এর ফলোয়ার সংখ্যা প্রায় ৪৯ লাখ।
গতকাল বুধবার নতুন কোনো পোস্ট নয়, বরং একটি স্টোরি পোস্ট হয়েছে অ্যাকাউন্ট থেকে। সেখানে ডিমের ছবির নিচে লেখা- “চার বছর আগে আমরা একটি অভিযানে নেমেছিলাম। নয় দিনের মাথায় আমরা, একসঙ্গে, ইন্টারনেটে ইতিহাস সৃষ্টি করেছিলাম। আজ লিওমেসি সেই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন (আপাতত) কিন্তু আমি আজও একটি প্রশ্নের উত্তর খুঁজি।” প্রশ্নটির উল্লেখ না থাকলেও ধরে নেওয়া চলে এটি সেই বিখ্যাত জিজ্ঞাসা- ডিম আগে না…। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ প্রতিবেদনে বলেছে, ওই রেকর্ডধারী ডিমের ছবি নিয়ে সমর্থকরা এখন রসিকতা করার মাধ্যমে মেসির আরেকটি বিজয় উদযাপন করছেন। এক সমর্থক মন্তব্য করেন, “মেসি ডিমের অমলেট রান্না করছেন।” আরেকজন বলেন, “আমাদের রাজা একে টপকে গেছেন।”
মেসির রেকর্ড-ভাঙ্গা ওই পোস্টে, ফুটবল কিংবদন্তীর মাথার ওপর ট্রফি উঁচিয়ে জয় উদযাপনের সময় তার মুখে ছিল গৌরবের হাসি। এর ক্যাপশনে লিখা ছিল: “বিশ্বচ্যাম্পিয়নস!!!!!!! এতবার স্বপ্ন দেখেছি, এতটাই চেয়েছিলাম। আমি যে এখনও পড়ে যাইনি, তা বিশ্বাস করতে পারছি না।” “আমার পরিবারকে ধন্যবাদ, যারা আমাদের সমর্থন করেছেন, আমাদের ওপর বিশ্বাস রেখেছেন, তাদেরকেও ধন্যবাদ। আমরা আর্জেন্টাইনরা যে একসঙ্গে লড়াই করে লক্ষ্যে পৌঁছাতে পারি, সেটি আবারও প্রমাণ করলাম আমরা।” “এই দলের মেধা, অন্যদের চেয়ে ভালো। আর একই স্বপ্নের জন্য লড়াই করার শক্তি সকল আর্জেন্টাইনদের মধ্যেও ছিল… আমরা পেরেছি!!!”
ডিমের বিরুদ্ধে মেসির বিজয় নিয়ে টুইটারেও হাস্যরস চলছে। “আচ্ছা মেসি এফসি, আমরা ডিমকেও হারিয়ে দিয়েছে, এখন তাহলে কি?” –মেসির ব্যালন ডি’অর ট্রফিতে ডিমের ছবি বসিয়ে টুইট করেন এক ব্যক্তি। স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার বিশ্বকাপ জয় বিবেচিত হচ্ছে ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা মূহুর্ত হিসেবে। বিশ্বকাপজয়ী দলটিকে বাঁধ ভাঙা উল্লাসের মাধ্যমে নিজ দেশে অভ্যর্থনা জানিয়েছেন সমর্থকরা।