ক্রীড়া ডেস্ক: আইসিসি ২০২৫ নারী ক্রিকেট বিশ্বকাপের সামনে রেখে প্রকাশ করা হলো টুর্নামেন্টের অফিশিয়াল ‘থিম সং’। ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় হবে এবারের বিশ্বকাপ। আবেগ আর ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে প্রকাশিত গানটির নাম ‘ব্রিং ইট হোম। বাংলায় বললে, ‘শিরোপা ঘরে তোলো’।
বিশ্বকাপের থিস সং গানটি গেয়েছেন ভারতের খ্যাতনামা কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। ক্রিকেট মাঠের স্বপ্ন, সাহস আর অধ্যবসায়কে উদযাপন করতেই গানটি রচিত হয়েছে।
অফিশিয়াল গানটি একদিকে যেমন ছন্দ, সুর আর আবেগের মেলবন্ধন, অন্যদিকে এটি বিশ্বকাপ মঞ্চে সারা বিশ্বের দর্শকদের এক সূত্রে বাঁধতে চায়। গানটির আকর্ষণীয় হুক লাইন ‘তারিকিটা তারিকিটা তারিকিটা ধম’ এবং ‘ধক ধক, উই ব্রিং ইট হোম’ যেন প্রতিটি নারীর হৃদস্পন্দন ও স্বপ্নকে ধারণ করে।
অফিশিয়াল মিউজিক ভিডিওতে দেখা যাবে নারীদের ক্রিকেটের গৌরবময় উত্তরাধিকার আর্কাইভাল ফুটেজ, উজ্জ্বল নৃত্যশৈলী। দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালের সমন্বয়ে তৈরি এই ভিডিও ক্রিকেটপ্রেমীদের নতুন করে উদ্দীপনা দেবে।
শ্রেয়া ঘোষাল বলেন, ‘আইসিসি নারী বিশ্বকাপের সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। নারীদের ক্রিকেটের শক্তি, ঐক্য ও উদযাপনকে তুলে ধরতে অফিশিয়াল গানটি গাওয়া ছিল এক অনন্য অভিজ্ঞতা। ক্রিকেটের প্রতি ভালোবাসা মানুষকে এক করে, আর এই গান সেই আনন্দ ভাগাভাগি করার একটি মুহূর্ত। আমি চাই এই গান ভক্তদের অনুপ্রাণিত করুক এবং দীর্ঘস্থায়ী স্মৃতি তৈরি করুক।’
গানটি এরই মধ্যে উন্মুক্ত হয়েছে স্পটিফাই, অ্যাপল মিউজিক, অ্যামাজন মিউজিক, জিওসাভন, ইউটিউব মিউজিক, ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে।
গান ও মিউজিক ভিডিওর প্রকাশনা শুধু ক্রিকেট নয়, বরং নারীদের ক্ষমতায়ন ও স্বপ্নপূরণের গল্পকেই সামনে আনছে। সব মিলিয়ে ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষায়, মাঠে গড়াবে ব্যাট-বলের দারুণ লড়াই, আর সুরের তরঙ্গে প্রতিধ্বনিত হবে—‘ব্রিং ইট হোম’।
আইসিসি জানিয়েছে, এবার ভক্তদের জন্য টিকিটের দাম রাখা হয়েছে রেকর্ড কম। মাত্র ১০০ রুপি (প্রায় ১.১৪ মার্কিন ডলার) থেকে শুরু হচ্ছে টিকিট। অতীতের যেকোনো আইসিসি টুর্নামেন্টের সর্বনিম্ন মূল্য।
টিকিট বিক্রি শুরু হয়ে গেছে এবং দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন অফিশিয়াল ওয়েবসাইটে: Tickets.cricketworldcup.com
ওআ/আপ্র/১৯/০৯/২০২৫