ক্রীড়া প্রতিবদেক : টি-টোয়েন্টি বাংলাদেশ এমনিতেও খুব একটা ভালো খেলে না। এর মধ্যে বড় চিন্তার নাম উদ্বোধনী ব্যাটিং। সর্বশেষ এশিয়া কাপে দুই ম্যাচে খেলেছেন চার ওপেনার। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের সঙ্গে ইনিংস উদ্বোধনে আসেন মেহেদী হাসান মিরাজ। তাদের মধ্যে মিরাজ কিছুটা আশা দেখিয়েছেন, কিন্তু স্বীকৃত ওপেনার তিনি নন। আসন্ন বিশ্বকাপ ঘিরে তাই কপালে চিন্তার ভাঁজ নির্বাচকদের। অন্যতম নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, এ নিয়ে কাজ করছেন তারা। অস্ট্রেলিয়া বিশ্বকাপে নিয়মিত ওপেনারদের খেলানোর সম্ভাবনা দেখা গেছে তার কথায়।
তিনি বলেছেন, ‘এখনো আমরা এটা নিয়ে কাজ করছি। কে হবে না হবে। এশিয়া কাপে শেষ ম্যাচে আমরা একটা ভিন্ন কম্বিনেশনে গিয়েছিলাম, এখানে যেহেতু বিশ্বকাপ অস্ট্রেলিয়ার মাটিতে খেলা সেখানে আমরা কাউকে মেকশিফট ওপেনার করব কি না, নাকি নিয়মিত ওপেনার এটা নিয়ে এখনো আলোচনার বাকি আছে। হাতে কিছু সময় আছে, এই কদিনে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব যে মেকশিফট ওপেনার নিয়ে চেষ্টা করব নাকি জেনুইন ওপেনার। ’ সৌম্য সরকারের ফেরার গুঞ্জন অনেকদিনের। এ নিয়ে সুমন বলেছেন, ‘আমরা অনেককে নিয়ে ভাবছি, শুধু একজন নিয়ে ভাবছি না। শর্টলিস্টে বেশ কিছু ওপেনার আছেন, তারা আগে ওপেন করেছেন, এখনও করছেন। যেহেতু আমাদের খুব গুরুত্বপূর্ন একটা টুর্নামেন্ট আমরা সিদ্ধান্তটা একটু ভেবে চিন্তেই নিতে চাই। ’ ‘কারণ ওই একটা পজিশনে আমরা কাউকে সেটেলড করতে পারছি না, টি-টোয়েন্টি সংস্করণে। আমরা বেশি পরিবর্তন করতে চাইও না। কারণ বিশ্বকাপে সাফল্য অনেকখানি ওপেনারদের সাফল্যের ওপর নির্ভর করছে। তাই সিদ্ধান্তটা বেশ ভেবেচিন্তে নিতে চাই।’
বিশ্বকাপের ওপেনারদের নিয়ে ‘কাজ চলছে’
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ