ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বিশ্বকাপের আগে সুয়ারেসের শিরোপা হাসি

  • আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক আগে লুইস সুয়ারেসের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। শৈশবের ক্লাব নাসিওনালের হয়ে উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই তারকা স্ট্রাইকার। শিরোপা নিশ্চিত করার ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়কও তিনিই। মন্টেভিডিওতে বাংলাদেশ সময় সোমবার ভোরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে একই শহরের আরেক ক্লাব লিভারপুলকে ৪-১ গোলে হারায় নাসিওনাল। ২০০৬ সালে নাসিওনাল থেকেই ডাচ ক্লাব শ্রোনিনগেনে যোগ দিয়েছিলেন সুয়ারেস। ইউরোপে এরপর আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে নিজের ছাপ রেখে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে নাসিওনালে ফেরেন তিনি। এই মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে আট গোল করেছেন সুয়ারেস। নাসিওনালে ফিরে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন বলে মনে করেন চতুর্থবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা উগুরুয়ের রেকর্ড গোলদাতা।
“সঠিক পদক্ষেপ নিতে পেরে, এই মুহূর্তটি উপভোগ করতে পেরে আমি খুশি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সবসময়ই সংশয় জাগে, তবে আমাদের সমর্থক এবং পরিবারের সঙ্গে উদযাপন করা অমূল্য প্রাপ্তি।” দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ৩৫ বছর বয়সী সুয়ারেস। এরপর লিভারপুল সমতা টানলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৬তম মিনিটে আবার দলকে এগিয়ে নেন সুয়ারেস। পরে জোড়া গোল করেন তার সতীর্থ এমানুয়েল। নাসিওনালের সঙ্গে সুয়ারেসের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর। আগামী বছর তিনি মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুয়ারেসের উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ঘানা।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশ্বকাপের আগে সুয়ারেসের শিরোপা হাসি

আপডেট সময় : ১১:৫০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২

ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপ শুরুর সপ্তাহ তিনেক আগে লুইস সুয়ারেসের অর্জনের মুকুটে যোগ হয়েছে আরেকটি পালক। শৈশবের ক্লাব নাসিওনালের হয়ে উরুগুইয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই তারকা স্ট্রাইকার। শিরোপা নিশ্চিত করার ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়কও তিনিই। মন্টেভিডিওতে বাংলাদেশ সময় সোমবার ভোরে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে একই শহরের আরেক ক্লাব লিভারপুলকে ৪-১ গোলে হারায় নাসিওনাল। ২০০৬ সালে নাসিওনাল থেকেই ডাচ ক্লাব শ্রোনিনগেনে যোগ দিয়েছিলেন সুয়ারেস। ইউরোপে এরপর আয়াক্স, লিভারপুল, বার্সেলোনা, আতলেতিকো মাদ্রিদে নিজের ছাপ রেখে গত জুলাইয়ে ফ্রি ট্রান্সফারে নাসিওনালে ফেরেন তিনি। এই মৌসুমে ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে আট গোল করেছেন সুয়ারেস। নাসিওনালে ফিরে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন বলে মনে করেন চতুর্থবার বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা উগুরুয়ের রেকর্ড গোলদাতা।
“সঠিক পদক্ষেপ নিতে পেরে, এই মুহূর্তটি উপভোগ করতে পেরে আমি খুশি। সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য সবসময়ই সংশয় জাগে, তবে আমাদের সমর্থক এবং পরিবারের সঙ্গে উদযাপন করা অমূল্য প্রাপ্তি।” দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ৩৫ বছর বয়সী সুয়ারেস। এরপর লিভারপুল সমতা টানলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯৬তম মিনিটে আবার দলকে এগিয়ে নেন সুয়ারেস। পরে জোড়া গোল করেন তার সতীর্থ এমানুয়েল। নাসিওনালের সঙ্গে সুয়ারেসের চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বর। আগামী বছর তিনি মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। আগামী ২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সুয়ারেসের উরুগুয়ে। ‘এইচ’ গ্রুপের অন্য দুই দল পর্তুগাল ও ঘানা।