ক্রীড়া ডেস্ক : কাতার বিশ্বকাপের বাকি আর দুই সপ্তাহ। এমন সময়ে চোটে পড়েছেন লিওনেল মেসি। পিএসজির পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ীর চোট গুরুতর নয় বলেই ধারণা করা হচ্ছে। লিগ ওয়ানে রোববার লরিয়ঁর মুখোমুখি হবে পিএসজি। আগের দিন ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়, ‘অ্যাকিলিস টেন্ডনের’ সমস্যায় ম্যাচটিতে খেলতে পারবেন না মেসি। “সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লিও মেসির অ্যাকিলিস টেন্ডনের চিকিৎসা চলবে। আগামী সপ্তাহে তিনি আবার দলীয় অনুশীলন শুরু করবেন।” এই মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৮ ম্যাচে ১২ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৪টি। চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার ইউভেন্তুসের বিপক্ষে জয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন ৩৫ বছর বয়সী তারকা। গত মাসের শুরুতে পেশির চোটে পিএসজির দুই ম্যাচে খেলতে পারেননি সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। পিএসজির গোলরক্ষক কেইলর নাভাস, ডিফেন্ডার প্রেসনেল কিম্পেম্বে ও মিডফিল্ডার ফাবিয়ান রুইসও চোটের কারণে এখন মাঠের বাইরে আছেন। আগামী সপ্তাহে তারা অনুশীলনে ফিরতে পারেন। লিগ ওয়ানে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের চেয়ে তারা এগিয়ে আছে ৫ পয়েন্টে। আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মেসির আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।