ক্রীড়া ডেস্ক : এশিয়া কাপে খেলতে পারেননি, পারেননি চলমান ত্রিদেশীয় সিরিজেও খেলতে। তবে বিশ্বকাপ শুরুর আগেই দারুণ এক সুখবর পেয়ে যাচ্ছে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। কারণ, বিশ্বকাপ শুরুর আগেই পূনর্বাসন প্রক্রিয়া শেষ করে দলের সঙ্গে যোগ দিচ্ছেন দেশটির সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি। দিন কয়েক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা দাবি করেছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শতভাগ সুস্থ হয়ে যাবেন শাহিন আফ্রিদি। তিনি আগামী শনিবার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও, পূনর্বাসন শেষ করে দলে যোগ দিলেও পাকিস্তানি পেসারের খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। ১৪ অক্টোবর ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে অস্ট্রেলিয়ায় গিয়ে ১৭ এবং ১৯ অক্টোবর দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাবর আজমরা। ওই দু’ম্যাচেই শাহিন শাহ আফ্রিদির ফিটনেস দেখে নেওয়া হবে। তার ফিটনেসের মান নির্দিষ্ট স্তরে থাকলে তবেই খেলতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিনি আগামী শনিবার ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন। পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘১৭ এবং ১৯ অক্টোবর ইংল্যান্ড এবং আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের জন্য শাহিনকে পাওয়া যাবে। এই দু’ম্যাচে দেখা হবে শাহিন ম্যাচ খেলার মতো ফিট কি না।’ উল্লেখ্য, গত জুলাই মাসে শ্রীলঙ্কায় টেস্ট খেলতে গিয়ে হাঁটুতে চোট পান শাহিন।এরপর থেকেই তিনি ক্রিকেটের বাইরে রয়েছেন। এশিয়া কাপের দলে তাকে রাখা হলেও খেলতে পারেননি। চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠায় পিসিবি।মাঠে নামার জন্য তর সইছে না শাহিনেরও। তিনি জানিয়েছেন, ছয় থেকে আট ওভার বল করতে তার কোনো সমস্যা হচ্ছে না। গত ১০দিন ধরে অনুশীলনে স্বাভাবিক ছন্দে বল করছেন। শাহিন বলেছেন, ‘নেটে ব্যাটিং এবং বোলিং উপভোগ করছি। তবে ম্যাচের পরিবেশ সব সময়ই আলাদা হয়। ম্যাচ খেলার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমি যে খেলাকে এবং দলকে সব থেকে ভালবাসি তার থেকে এতদিন দূরে থাকা খুব কঠিন ছিল। বেশ কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচের অংশ হতে পারিনি।’ নিজের সুস্থ হওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ‘খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। নিজেকে ফিট করে তোলার এই পদ্ধতিটা বেশ উপভোগ করেছি। আগের থেকে অনেক বেশি ফিট মনে হচ্ছে নিজেকে।’
বিশ্বকাপের আগে পাকিস্তানের জন্য বড় স্বস্তি, ফিরছেন আফ্রিদি
জনপ্রিয় সংবাদ