ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

বিশেষ অভিযানে আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

  • আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লাফিজ উদ্দিন লাহিন (৩৫), সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫৫), উপজেলার রামকোলা গ্রামের মৃত বিনয় কুমার রায়ের ছেলে নিতাই চন্দ্র রায় (৪৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক আলী (৫৫), মৃত কামাল উদ্দিন শাহ ফকিরের ছেলে মাহিদুল ইসলাম (৫২), নীলফামারী পৌর শহরের শুটিপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে হাসান আলী (৪০), নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে শাহজাহান (৪৭)। জেলার কিশোরীগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ কবির হোসেন (৩০), আব্দুল ওহাবের ছেলে আতিকুর রহমান (৩৬), একই উপজেলার মৃত পায়েস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৯), ডোমার উপজেলার নিরঞ্জন রায় (২৮), মনিরুজ্জামান বাদল (৪০), সবুজ ইসলাম (৩৬) ও নজরুল ইসলাম (৩৮)। নীলফামারী থানার ওসি এম আর সাঈদ বলেন, ডোমার, কিশোরীগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদরে সাত জন। বাকি সাত জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে মামলা রয়েছে। আইন ও বিধি মেনে আমরা তাদেরকে আদালতে হস্তান্তর করবো। তিনি আরও বলেন, বিএনপি নেতা গোলাম রব্বানীকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট সাতটি মামলা হয়েছে।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিশেষ অভিযানে আ.লীগের ১৪ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মামলার আসামি। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন উপজেলার পাড়া মহল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক লাফিজ উদ্দিন লাহিন (৩৫), সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৫৫), উপজেলার রামকোলা গ্রামের মৃত বিনয় কুমার রায়ের ছেলে নিতাই চন্দ্র রায় (৪৫), একই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক আলী (৫৫), মৃত কামাল উদ্দিন শাহ ফকিরের ছেলে মাহিদুল ইসলাম (৫২), নীলফামারী পৌর শহরের শুটিপাড়া গ্রামের মৃত কাসেম আলীর ছেলে হাসান আলী (৪০), নতুন বাজার এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে শাহজাহান (৪৭)। জেলার কিশোরীগঞ্জ উপজেলার শফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ কবির হোসেন (৩০), আব্দুল ওহাবের ছেলে আতিকুর রহমান (৩৬), একই উপজেলার মৃত পায়েস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া (৩৯), ডোমার উপজেলার নিরঞ্জন রায় (২৮), মনিরুজ্জামান বাদল (৪০), সবুজ ইসলাম (৩৬) ও নজরুল ইসলাম (৩৮)। নীলফামারী থানার ওসি এম আর সাঈদ বলেন, ডোমার, কিশোরীগঞ্জ ও সদর উপজেলায় বিশেষ অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সদরে সাত জন। বাকি সাত জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে মামলা রয়েছে। আইন ও বিধি মেনে আমরা তাদেরকে আদালতে হস্তান্তর করবো। তিনি আরও বলেন, বিএনপি নেতা গোলাম রব্বানীকে বিচারবহির্ভূত হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরসহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের স্ত্রী। উল্লেখ্য, গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা, লুটপাট, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোট সাতটি মামলা হয়েছে।