ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

বিশৃঙ্খলা এড়াতে জবিতে বন্ধ অঞ্চলভিত্তিক সংগঠনের সভা-সমাবেশ

  • আপডেট সময় : ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২
  • ১৮৭ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিভিন্ন জেলা, উপজেলার সংগঠনের সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা যায়। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোনো সংগঠন বা সমিতির সভা, সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এবিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এবিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘এর আগেও ক্যাম্পাসে অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর বিভিন্ন ঝামেলা হয়েছিল, তাই আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এখন ক্যাম্পাসের বাইরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’ এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভিসির সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ এপ্রিল একই নিষেধাজ্ঞা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও সভা সমাবেশ বন্ধের নির্দেশনা দেয়।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশৃঙ্খলা এড়াতে জবিতে বন্ধ অঞ্চলভিত্তিক সংগঠনের সভা-সমাবেশ

আপডেট সময় : ০৯:১৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২

ক্যাম্পাস ক্যারিয়ার ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিভিন্ন জেলা, উপজেলার সংগঠনের সভা, সমাবেশ ও জমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার রেজিস্ট্রার দপ্তর সূত্রে এতথ্য জানা যায়। এর আগে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো জেলা, উপজেলা বা অঞ্চলভিত্তিক কোনো সংগঠন বা সমিতির সভা, সমাবেশ ও জমায়েত ক্যাম্পাসের অভ্যন্তরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। এবিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।
এবিষয়ে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, ‘এর আগেও ক্যাম্পাসে অঞ্চলভিত্তিক সংগঠনগুলোর বিভিন্ন ঝামেলা হয়েছিল, তাই আপাতত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে, এখন ক্যাম্পাসের বাইরে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবেন।’ এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভিসির সঙ্গে কথা বলে পরে জানাবেন বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ এপ্রিল একই নিষেধাজ্ঞা জারি করা হয়। তারই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও সভা সমাবেশ বন্ধের নির্দেশনা দেয়।