ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

বিশাল জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া

  • আপডেট সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের এটি চুক্তি সই হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “গ্যাজপ্রমের সঙ্গে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি, তা আগামী মাসে সই হবে। এর আগে আমরা এই কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছি।” গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে। গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫ মিলিয়ন টন তেল এবং ১০ বিলিয়ন ঘন মিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে। এর মধ্যে গত মঙ্গলবার তিনি বলেন, ইরান এবং রাশিয়া এরইমধ্যে জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে সই করেছে। তিনি সে সময় ঘোষণা করেন, ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিশাল জ্বালানি চুক্তির দ্বারপ্রান্তে ইরান ও রাশিয়া

আপডেট সময় : ১২:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া বড় রকমের জ্বালানি চুক্তির কাছাকাছি পৌঁছেছে। তেহরান আশা করছে আগামী ডিসেম্বর মাসে রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম ও ইরানের মধ্যে চার হাজার কোটি ডলারের এটি চুক্তি সই হবে। ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মাহদি সাফারি এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, “গ্যাজপ্রমের সঙ্গে আমরা চুক্তির কাছাকাছি রয়েছি। আশা করছি, তা আগামী মাসে সই হবে। এর আগে আমরা এই কোম্পানির সঙ্গে সাড়ে ৬০০ কোটি ডলারের চুক্তি সই করেছি।” গত জুলাই মাসে ইরানিয়ান ন্যাশনাল অয়েল কোম্পানি এবং রাশিয়ার গ্যাজপ্রম ইরানে দুটি গ্যাসক্ষেত্র এবং ছয়টি তেলের খনি উন্নয়নের কাজে সহযোগিতা করার জন্য একমত হয়। এর আওতায় দুই দেশ প্রাকৃতিক গ্যাস এবং তেলজাত পণ্য, এলএনজি প্রকল্প বাস্তবায়ন এবং গ্যাস পাইপ লাইন নির্মাণের মতো বিষয় রয়েছে। গত মাসের প্রথম দিকে রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছিলেন, চলতি বছরের শেষ দিকে ইরান ও রাশিয়া ৫ মিলিয়ন টন তেল এবং ১০ বিলিয়ন ঘন মিটার গ্যাসের বিষয়ে চুক্তি করতে পারে। এর মধ্যে গত মঙ্গলবার তিনি বলেন, ইরান এবং রাশিয়া এরইমধ্যে জ্বালানি সম্পদ ব্যবহার প্রশ্নে সই করেছে। তিনি সে সময় ঘোষণা করেন, ইরানের তেল ও গ্যাস খাতে রাশিয়ার বিনিয়োগ আরো বাড়বে।