ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

বিলে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

  • আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪
  • ৫৭ বার পড়া হয়েছে

বগুড়া সংবাদদাতা : বগুড়ার গাবতলী উপজেলার কামারডাঙ্গা বিলে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটির মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো—কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মিয়ার মেয়ে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১১) ও তার চাচাতো বোন একই এলাকার আব্দুল্লাহেল কাফীর মেয়ে মোকামতলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রত্যাশা খাতুন (১০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন বাড়ির পাশে কামারডাঙ্গা বিলে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই ডুবে মারা যায় তারা। পথচারীরা বিল থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা আহাজারি করতে থাকেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দুপুরে দুই বোন কামারডাঙ্গা বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুজন একে-অপরকে হাত বাড়িয়ে ধরলে ডুবে মারা যায়। সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

বিলে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

আপডেট সময় : ০৬:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪

বগুড়া সংবাদদাতা : বগুড়ার গাবতলী উপজেলার কামারডাঙ্গা বিলে গোসল করতে নেমে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটির মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত শিশুরা হলো—কাগইল ইউনিয়নের মীরপুর গ্রামের বাকপ্রতিবন্ধী মামুন মিয়ার মেয়ে মীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার (১১) ও তার চাচাতো বোন একই এলাকার আব্দুল্লাহেল কাফীর মেয়ে মোকামতলা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী প্রত্যাশা খাতুন (১০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে দুই বোন বাড়ির পাশে কামারডাঙ্গা বিলে গোসল করতে নামে। কিছুক্ষণ পরই ডুবে মারা যায় তারা। পথচারীরা বিল থেকে ভাসমান অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা আহাজারি করতে থাকেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, দুপুরে দুই বোন কামারডাঙ্গা বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় দুজন একে-অপরকে হাত বাড়িয়ে ধরলে ডুবে মারা যায়। সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।