মহিউদ্দিন বিন জুবায়েদ : আমন ধানের ক্ষেতের পরে বাতাস খেলে ঢেউ
কোন শিল্পীর কলকাঠিতে জানলে না তো কেউ।
গাঙশালিকের ওড়াউড়ি দেখতে লাগে বেশ
ঘাসের বুকে ছোট ছোট ফুলের গড়া দেশ।
নীলে নীলে ভরে দিলেন দূরে বহুদূর
এডাল ওডাল পাখি নাচে কিচিরমিচি সুর।
শিল্পী সে তো সবকিছুতে রূপের কারিগর
বসন্তকাল ঋতুর পরে গ্রীষ্মে আঁকে ঝড়।
বিলের বুকে পদ্ম পাতায় আবীর মাখা রঙ
বৃষ্টি পেলেই বর্ষাঋতুয় পুঁটি সাজে সঙ।
নীলাকাশে রঙধনু রঙ কী যে দারুণ সাজ
কোন শিল্পীর নিপুন আঁকা ভাবায় মনে আজ।