ঢাকা ০১:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

বিলি আইলিশের নতুন অ্যালবাম এবং বিশ্ব সফর

  • আপডেট সময় : ১২:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অস্কার জয়ী পপ তারকা বিলি আইলিশের নতুন অ্যালবাম আসছে। তবে কেবল অ্যালবামই নয়, এই গায়িকা ঠিক করেছেন, এ বছরের শেষ নাগাদ গান নিয়ে দেশে দেশে ভক্তদের সামনে হাজির হবেন তিনি। অর্থাৎ, বিশ্ব সফরে বের হচ্ছেন বিলি আইলিশ। বিবিসি লিখেছে, আগামী ১৭ মে আইলিশের নতুন অ্যাবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ প্রকাশ পাবে। এবং তার ৮১ দিনের সফর শুরু হবে সেপ্টেম্বরে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে কনসার্ট করবেন আইলিশ। সফরের টিকেট বিক্রি হবে ৩ মে থেকে। স্বাভাবিকভাবেই আইলিশ চাইছেন, এই সফরে কোনো দিক থেকেই যেন খামতি না থাকে। একটি পরিবেশবাদী সংস্থা আইলিশের এই ট্যুরটি আয়োজন করছে। আইলিশ জানিয়েছেন, শুরুতে অক্টোবরে তাকে যুক্তরাষ্ট্রের কনসার্টে পাওয়া যাবে; এরপর ফেব্রæয়ারিতে তিনি থাকবেন অস্ট্রেলিয়ার মাটিতে। আর ইউরোপের মানুষ তাকে পাবে আগামী বছরের এপ্রিলে। এর মধ্যে যুক্তরাজ্যের শো গুরুত্ব দিচ্ছেন আইলিশ। তিনি জানিয়েছেন, গøাসগোতে দুটি, লন্ডনে ছয়টি এবং ম্যানচেস্টারে চারটি শো করবেন।
চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে আইলিশ বলেছিলেন, একটি টেকসই মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে তিনি এবং তার দল ‘যার পর নাই’ চেষ্টা করে চলেছেন। এই মাধ্যম থেকে অপচয় কমাতেও তারা তৎপর। “বাবা-মা আমাকে সীমার মধ্যে চলার শিক্ষা দিয়ে বড় করেছেন। আমাকে শেখানো হয়েছে, যাই করে থাকি না কেন, আমার প্রতিটি পদক্ষেপের প্রভাব কোথাও না কোথাও গিয়ে পড়ে, সেটি ভালো-মন্দ যাই হোক না কেন। আমার শিক্ষা উপেক্ষা করতে পারি না।“ আইলিশ বলেছেন, তার পরিকল্পনা ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ এর বেশি কপি যেন প্রকাশ না হয়। ব্যতিক্রমী এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে এই শিল্পী বলেছেন, তিনি চাইছেন সফরে কনসার্টে এই গানগুলো ভালোভাবে গেয়ে শোনাবেন। সংগীতের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড আইলিশের হাতে আসে মাহামারীর প্রথম বছর ২০২০ সালে। এই গায়িকা তখন সদ্য ১৮ পার হওয়া তরুণী। এবার আইলিশ অস্কার জয় করেছেন আলোচিত ‘বার্বি’ সিনেমার হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের জন্য। বলা যায়, আইলিশের হাত ধরে অস্কার মঞ্চে মানসম্মান কিছুটা রক্ষা হয় ‘বার্বি’ সিনেমার।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিলি আইলিশের নতুন অ্যালবাম এবং বিশ্ব সফর

আপডেট সময় : ১২:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অস্কার জয়ী পপ তারকা বিলি আইলিশের নতুন অ্যালবাম আসছে। তবে কেবল অ্যালবামই নয়, এই গায়িকা ঠিক করেছেন, এ বছরের শেষ নাগাদ গান নিয়ে দেশে দেশে ভক্তদের সামনে হাজির হবেন তিনি। অর্থাৎ, বিশ্ব সফরে বের হচ্ছেন বিলি আইলিশ। বিবিসি লিখেছে, আগামী ১৭ মে আইলিশের নতুন অ্যাবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ প্রকাশ পাবে। এবং তার ৮১ দিনের সফর শুরু হবে সেপ্টেম্বরে। উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের কয়েকটি দেশে কনসার্ট করবেন আইলিশ। সফরের টিকেট বিক্রি হবে ৩ মে থেকে। স্বাভাবিকভাবেই আইলিশ চাইছেন, এই সফরে কোনো দিক থেকেই যেন খামতি না থাকে। একটি পরিবেশবাদী সংস্থা আইলিশের এই ট্যুরটি আয়োজন করছে। আইলিশ জানিয়েছেন, শুরুতে অক্টোবরে তাকে যুক্তরাষ্ট্রের কনসার্টে পাওয়া যাবে; এরপর ফেব্রæয়ারিতে তিনি থাকবেন অস্ট্রেলিয়ার মাটিতে। আর ইউরোপের মানুষ তাকে পাবে আগামী বছরের এপ্রিলে। এর মধ্যে যুক্তরাজ্যের শো গুরুত্ব দিচ্ছেন আইলিশ। তিনি জানিয়েছেন, গøাসগোতে দুটি, লন্ডনে ছয়টি এবং ম্যানচেস্টারে চারটি শো করবেন।
চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে আইলিশ বলেছিলেন, একটি টেকসই মিউজিক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে তিনি এবং তার দল ‘যার পর নাই’ চেষ্টা করে চলেছেন। এই মাধ্যম থেকে অপচয় কমাতেও তারা তৎপর। “বাবা-মা আমাকে সীমার মধ্যে চলার শিক্ষা দিয়ে বড় করেছেন। আমাকে শেখানো হয়েছে, যাই করে থাকি না কেন, আমার প্রতিটি পদক্ষেপের প্রভাব কোথাও না কোথাও গিয়ে পড়ে, সেটি ভালো-মন্দ যাই হোক না কেন। আমার শিক্ষা উপেক্ষা করতে পারি না।“ আইলিশ বলেছেন, তার পরিকল্পনা ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ এর বেশি কপি যেন প্রকাশ না হয়। ব্যতিক্রমী এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে এই শিল্পী বলেছেন, তিনি চাইছেন সফরে কনসার্টে এই গানগুলো ভালোভাবে গেয়ে শোনাবেন। সংগীতের মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ড আইলিশের হাতে আসে মাহামারীর প্রথম বছর ২০২০ সালে। এই গায়িকা তখন সদ্য ১৮ পার হওয়া তরুণী। এবার আইলিশ অস্কার জয় করেছেন আলোচিত ‘বার্বি’ সিনেমার হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের জন্য। বলা যায়, আইলিশের হাত ধরে অস্কার মঞ্চে মানসম্মান কিছুটা রক্ষা হয় ‘বার্বি’ সিনেমার।