ক্রীড়া ডেস্ক : দেশের ১১তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার আন্তর্জাতিক রানের মাইলফলক হওয়ার দ্বারপ্রান্তে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। লাহোরে জন্ম নেওয়া এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার মুলতানে শুরু হতে যাওয়া তিনটি ওয়ানডের সিরিজেই মাইলফলকটি অতিক্রম করতে পারেন।
তিন ফরম্যাট মিলিয়ে ২০০ ম্যাচ খেলে ৫০.৭৬ গড়, ২৩ সেঞ্চুরি ও ৬৫ হাফ সেঞ্চুরিতে বাবরের রান ৯৭৯৮। পাকিস্তানের বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান আর ২০২ রান করলেই দারুণ কীর্তি গড়বেন, যেখানে আছেন ইনজামাম উল হক, ইউনুস খান, মোহাম্মদ ইউসুফ, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, সাঈদ আনোয়ার, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, শহীদ আফ্রিদি এবং মিসবাহ উল হক।
এই তালিকায় একমাত্র ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে ২০ হাজার রানের ক্লাবের মালিক ইনজামাম।
সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে বাবর বলেছেন, ‘এই মহাগুরুত্বপূর্ণ সিরিজের জন্য মুলতানে পাকিস্তানকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সত্যিই দারুণ ব্যাপার। মুলতান আবেগপ্রবণ ক্রিকেট অনুরাগীদের ঘর এবং এখানে খেলা চমৎকার। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে, ভক্তদের উদ্দীপনা দেখতে উন্মুখ হয়ে আছি। আমি নিশ্চিত সুন্দর মুলতান ক্রিকেট স্টেডিয়ামে তারা দারুণ খেলা উপভোগ করবে।’
বিরাট মাইলফলকের সামনে বাবর
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























