আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার এক নাগরিক দুই দেশের মধ্যে থাকা সুরক্ষিত সীমানা পেরিয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়েছেন। গত শনিবার বিরল এ পক্ষত্যাগের ঘটনা ঘটেছে বলে দক্ষিণের সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, তারা গত শনিবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটের দিকে দুই কোরিয়াকে পৃথক করে রাখা ডিমিলিটারাইজড জোনের (ডিএমজেড) পূর্ব পাশে এক ব্যক্তির উপস্থিতি টের পাওয়ার পর অনুসন্ধান অভিযানে নামে। “রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে আমরা নিশ্চিত হই, ওই ব্যক্তি সামরিক সীমানা রেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় চলে গেছেন।”
উত্তরে যাওয়া ওই ব্যক্তি জীবিত আছেন কিনা তা নিশ্চিত হতে পারেনি জেসিএস, তবে সামরিক হটলাইনের মাধ্যমে তার সুরক্ষা নিশ্চিতের অনুরোধ জানিয়ে নোটিস পাঠানো হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় উত্তর কোরিয়া ২০২০ সালের শুরু থেকেই সীমান্ত বন্ধ রেখেছে; তবে দেশটিতে এখন পর্যন্ত কারও দেহে প্রাণঘাতী ভাইরাস শনাক্তের খবর পাওয়া যায়নি।
বিরল পক্ষত্যাগ, দক্ষিণের নাগরিক সীমান্ত পেরিয়ে উত্তর কোরিয়ায়
ট্যাগস :
বিরল পক্ষত্যাগ
জনপ্রিয় সংবাদ