ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

বিয়ে না মানায় বিষপানে নব-দম্পতির আত্মহত্যা

  • আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • ১৫৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় এক সঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন এক নব-দম্পতি। উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান। মৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় (৩০) ও টাউনশিপ এলাকার বাসিন্দা আনছর মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি বলেন, তানিয়াকে ১২ দিন আগে আদালতে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর থেকেই হৃদয় তার শ্বশুর বাড়িতেই ছিলেন। সম্প্রতি তানিয়ার পরিবারের লোকজন জানতে পারে, হৃদয়ের গ্রামের বাড়িতে তার স্ত্রী-সন্তান রয়েছে। এরপর তানিয়াকে তার বাড়ির লোকজন হৃদয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে বলে। কিন্তু তানিয়া ও হৃদয় কেউ কাউকে ছাড়তে রাজি ছিলেন না।
এর মধ্যে তানিয়ার স্বজনদের বার বার বোঝানোর পরও তারা বিয়ে মেনে না নেওয়ায় রাগে ক্ষোভে হৃদয় ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এক পর্যায়ে স্বামীর ছটফট অবস্থা দেখে তানিয়াও ওই বিষ খান। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিয়ে না মানায় বিষপানে নব-দম্পতির আত্মহত্যা

আপডেট সময় : ১২:৩৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জের লাখাইয়ে প্রেমের বিয়ে পরিবার মেনে না নেওয়ায় এক সঙ্গে বিষপান করে আত্মহত্যা করেছেন এক নব-দম্পতি। উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের টাউনশিপ এলাকায় রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান। মৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিল মিয়ার ছেলে মুস্তাফিজুর রহমান হৃদয় (৩০) ও টাউনশিপ এলাকার বাসিন্দা আনছর মিয়ার মেয়ে তানিয়া বেগম (১৮)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ওসি বলেন, তানিয়াকে ১২ দিন আগে আদালতে বিয়ে করেন হৃদয়। বিয়ের পর থেকেই হৃদয় তার শ্বশুর বাড়িতেই ছিলেন। সম্প্রতি তানিয়ার পরিবারের লোকজন জানতে পারে, হৃদয়ের গ্রামের বাড়িতে তার স্ত্রী-সন্তান রয়েছে। এরপর তানিয়াকে তার বাড়ির লোকজন হৃদয়ের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে বলে। কিন্তু তানিয়া ও হৃদয় কেউ কাউকে ছাড়তে রাজি ছিলেন না।
এর মধ্যে তানিয়ার স্বজনদের বার বার বোঝানোর পরও তারা বিয়ে মেনে না নেওয়ায় রাগে ক্ষোভে হৃদয় ইঁদুর মারার বিষ খেয়ে ফেলেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, এক পর্যায়ে স্বামীর ছটফট অবস্থা দেখে তানিয়াও ওই বিষ খান। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।