বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গুঞ্জন উঠেছে— লিভ টুগেদার করছেন তারা। এই লুকোচুরি প্রেমের অধ্যায়ের ইতি টেনে চার হাত এক হতে যাচ্ছে এই প্রেমিক যুগলের। সম্প্রতি জানা যায়, আগামী বছরের শুরুর দিকে বিয়ের পিঁড়িতে বসবেন এই যুগল। যদিও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তারা। এদিকে পিংকভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের ভেন্যু খুঁজছেন কিয়ারা-সিদ্ধার্থ। এ জুটির ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমটিকে বলেন, “গত এক মাস ধরে বিয়ের ভেন্যু খুঁজছেন কিয়ারা-সিদ্ধার্থ। চ-ীগড়ের বিলাসবহুল রিসোর্ট ‘দ্য ওবেরয় সুখবিলাস স্পা অ্যান্ড রিসোর্ট’-এর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন তারা। এই রিসোর্টে রাজকুমার রাও বিয়ে করেছেন।” চ-ীগড়ের ভেন্যু পরিবর্তন করে গোয়াতে বিয়ের অনুষ্ঠান করার কথা ভেবেছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। কিন্তু সিদ্ধার্থের পাঞ্জাবি পরিবারের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তারা এখন চ-ীগড়ে সাতপাকে বাঁধা পড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলেও সূত্রটি জানিয়েছেন। গত মাসের মাঝামাঝি সময়ে বলিউড লাইফ এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়বেন ‘শেরশাহ’খ্যাত তারকা জুটি কিয়ারা-সিদ্ধার্থ।