বিনোদন ডেস্ক: ভারতের হিন্দি সিনেমার ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী প্রেম ও বিয়ের ঘটনা সিনেমার গল্পকেও হার মানায়। প্রেম করে বিয়ে করার কারণে দীর্ঘদিন চর্চায় ছিলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনী। তবে ধর্মেন্দ্রকে বিয়ে করার আগে তিনজন বড় তারকা হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
তাদের মধ্যে একজনের সঙ্গে হেমা মালিনীর বিয়ের কথা পাকাপাকি হলেও, সেই বিয়ে ভেঙে যায় বিয়ের দিন। বিয়ে ভাঙার ওই ঘটনা হেমা মালিনী লিখেছেন তার জীবনীতে। সেই ঘটনা তুলে এনেছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের এই সংবাদমাধ্যমটি লিখেছে, অভিনেতা সঞ্জীব কুমার একবার নয়, হেমা মালিনীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন দুবার। দ্বিতীয়বার সঞ্জীব কুমারের পক্ষ হয়ে জিতেন্দ্র হেমা মালিনীর কাছে প্রস্তাব পৌঁছে দেন। তবে সেখানে একটি ঘটনা ঘটান জিতেন্দ্র। তিনি অভিনেত্রীকে সঞ্জীব কুমারের প্রস্তাবটি না দিয়ে, নিজের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেন।
হেমা মালিনী তাতে না করায় দুই পরিবার রাজি হয়ে যায়। তিরুপতি মন্দিরে হেমা মালিনী ও জিতেন্দ্রর বিয়ের আয়োজনও সেরে নিয়েছিল দুই পরিবার। ওই সময় ঘটনা নেয় নাটকীয় মোড়। জিতেন্দ্রর শৈশবের প্রেমিকা শোভা সিপ্পি ছুটে যান ধর্মেন্দ্রর কাছে, কারণ তিনি জানতেন ধর্মেন্দ্র হেমা মালিনীকে পছন্দ করেন।
শোভা জিতেন্দ্র-হেমা মালিনীর বিয়ে ভেঙে দেওয়ার জন্য ধর্মেন্দ্রর কাছে অনুরোধ জানিয়েছিলেন। এরপর শোভা ও ধর্মেন্দ্র একসঙ্গে বিশেষ বিমানে চড়ে পৌঁছে যান মন্দিরে।
সেখান গিয়ে শোভা জিতেন্দ্রকে বলেন, তিনি ১৪ বছর বয়স থেকে অভিনেতার প্রেমে পড়েছেন। অন্যদিকে হেমা মালিনী যেন বিয়ের পিড়িতে না বসেন, ধর্মেন্দ্র সেই অনুরোধ করতে থাকেন। দুই পরিবারই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যায়; আর শেষমেশ হেমা মালিনী-জিতেন্দ্রর বিয়ে ভেঙে যায়। হেমা মালিনী তার জীবনীতে লিখেছেন- জিতেন্দ্রর সঙ্গে বিয়ে আটকাতে মরিয়া হয়ে উঠেছিলেন ধর্মেন্দ্র।
এদিকে হেমা মালিনী ও ধর্মেন্দ্রর মন দেওয়া-নেওয়া যখন শুরু, তখন ধর্মেন্দ্র বিবাহিত এবং চার সন্তানের জনক। হেমা মালিনীকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেলেও প্রথম স্ত্রীর কাছ থেকে তালাক মেলেনি এই নায়কের। অগত্যা বলিউডের এই দুই তারকা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং সেই ধর্মমতেই বিয়ে করেন। ১৯৭৯ সালের ২১ আগস্ট বিয়ে করেন তারা। ধর্মেন্দ্র ‘দিলোওয়ার খান কেওয়াল কৃষ্ণ’ নামে পরিচিত হন, আর হেমা নাম নেন ‘আয়েশা বি আর চক্রবর্তী’। এক সময় অভিনেতার প্রথম পক্ষের পরিবারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়, তবু হেমার সঙ্গে এক ছাদের তলায় আর থাকা হয়নি। এই দম্পতির এশা ও অহনা দেওল নামের দুই মেয়ে রয়েছেন। বড় মেয়ে এশা দেওল বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বলিউড ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে পারেননি।