ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা রাশমিকার

  • আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: চলতি মাসের ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা। শিগগিরই চারহাত এক হতে যাচ্ছে তাদের। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন দক্ষিণী এই অভিনেত্রী!

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা। তার আগেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান।

সাম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে রাশমিকা বলেন, ‘আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।’

দীর্ঘ শুটিং শিডিউল নিয়ে প্রায়ই বিশ্রামের সময় না পাওয়ার কথা স্বীকার করে রাশমিকা বলেন, ‘অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।’

সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় কাজ করতে গিয়েই নাকি দুজনের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ঘনিষ্ঠতা। তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগির চারহাত এক হবে।

রাশমিকার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১২ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক, আর সে সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ওআ/আপ্র/২৯/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিয়ের আগেই সন্তান নিয়ে পরিকল্পনা রাশমিকার

আপডেট সময় : ০৪:০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিনোদন ডেস্ক: চলতি মাসের ৩ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা। শিগগিরই চারহাত এক হতে যাচ্ছে তাদের। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন দক্ষিণী এই অভিনেত্রী!

শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন বিজয়-রাশমিকা। তার আগেই অভিনেত্রী জানিয়েছেন, তিনি মা হতে চান।

সাম্প্রতি নিজের নতুন সিনেমা ‘দ্য গার্লফ্রেন্ড’ এর প্রচারে গিয়ে রাশমিকা বলেন, ‘আমি এখনো মা হইনি। কিন্তু আমি জানি, একদিন হবো। আমি এটা অনুভব করি। আমি এই ছোট্ট মানুষদের জন্য এক ধরনের ভালোবাসা অনুভব করি, যারা এখনো পৃথিবীতে আসেনি। তাদের রক্ষা করতে চাই।’

দীর্ঘ শুটিং শিডিউল নিয়ে প্রায়ই বিশ্রামের সময় না পাওয়ার কথা স্বীকার করে রাশমিকা বলেন, ‘অতিরিক্ত কাজ করবেন না। এটা টেকসই নয়। নিজের জন্য সময় নিতে হবে, পরিবারকে সময় দিতে হবে।’

সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রাশমিকা ও বিজয়। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় কাজ করতে গিয়েই নাকি দুজনের বন্ধুত্ব থেকে জন্ম নেয় ঘনিষ্ঠতা। তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তারা। তবে গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে গোপনে আংটিবদল সেরেছেন তারা। খুব শিগগির চারহাত এক হবে।

রাশমিকার ক্যারিয়ার শুরু মডেলিং দিয়ে। ২০১২ সালে জেতেন ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ অব ইন্ডিয়া’ খেতাব। এরপর ২০১৬ সালে ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক, আর সে সিনেমাই তাকে এনে দেয় দক্ষিণী ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড। এরপর আর পেছনে তাকাতে হয়নি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘পুষ্পা’-প্রতিটি ছবিতেই দর্শকদের মন জয় করেছেন তিনি।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘থাম্মা’, যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানার বিপরীতে। দীপাবলি উপলক্ষে মুক্তি পাওয়া ছবিটি বক্স অফিসেও ভালো সাড়া পেয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ওআ/আপ্র/২৯/১০/২০২৫