ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিমায় ভর করে শেয়ারবাজারে উত্থান

  • আপডেট সময় : ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : টালমাটাল পুঁজিবাজারে আবারও বিমা কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার চমক দেখিয়েছে বিমা খাত। এদিন এ খাতের ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির। আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারে দাম। অর্থাৎ কোনো শেয়ারের দাম কমেনি। এই খাতের পাশাপাশি আইটি খাতের শেয়ারের দাম বেড়েছে। এ খাতের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দাম বেড়েছে। একটির কমেছে আর অপরটির দাম অপরিবর্তিত ছিল। এই দুই খাতের শেয়ার দাম বৃদ্ধিকে কেন্দ্র উভয় বাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোব ও সোমবার দরপতনের পর মঙ্গল ও বুধবার টানা দুদিন উত্থান হলো।
সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেক দিয়ে শেয়ার কেনার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে। এর আগের তিন কর্মদিবসও বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ এই খাতের শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। গতকাল ৫৫টির মধ্যে ৩৬টি বিমা কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। এর আগের দিনও এই হারে বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল।
বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ, শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। এদিন ডিএসইতে ৩৭০টি প্রতিষ্ঠানের ২১ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৫৪৯টি শেয়ার কেনা-বেচা হয়েছে।
তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকা। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির, আর অপরিবর্তিত ছিল ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন হাউজিং। তৃতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। এরপরের অবস্থানে ছিল বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন ওরিয়ন ফার্মাসিটিউক্যালস, নাভানা ফার্মার, কেডিএস এক্সেসোরিজ, আমরা টেকনোলজি এবং জেএমআই হসপিটালের শেয়ার। অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫৭৫ টাকা। এদিন লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিমায় ভর করে শেয়ারবাজারে উত্থান

আপডেট সময় : ০৩:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক : টালমাটাল পুঁজিবাজারে আবারও বিমা কোম্পানির শেয়ারে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। গতকাল বুধবার চমক দেখিয়েছে বিমা খাত। এদিন এ খাতের ৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৮টির। আর অপরিবর্তিত ছিল সাতটি প্রতিষ্ঠানের শেয়ারে দাম। অর্থাৎ কোনো শেয়ারের দাম কমেনি। এই খাতের পাশাপাশি আইটি খাতের শেয়ারের দাম বেড়েছে। এ খাতের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ৯টির দাম বেড়েছে। একটির কমেছে আর অপরটির দাম অপরিবর্তিত ছিল। এই দুই খাতের শেয়ার দাম বৃদ্ধিকে কেন্দ্র উভয় বাজারে উত্থান হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। সপ্তাহের প্রথম দুই কর্মদিবস রোব ও সোমবার দরপতনের পর মঙ্গল ও বুধবার টানা দুদিন উত্থান হলো।
সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেক দিয়ে শেয়ার কেনার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে বাজারে তার ইতিবাচক প্রভাব পড়েছে। এর আগের তিন কর্মদিবসও বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। অর্থাৎ এই খাতের শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। গতকাল ৫৫টির মধ্যে ৩৬টি বিমা কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পায়। এর আগের দিনও এই হারে বিমা কোম্পানির শেয়ারের দাম বেড়েছিল।
বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন শুরু হয়ে চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। এরপর শুরু হয় শেয়ার বিক্রির চাপ, শুরু হয় সূচকের ওঠানামা, যা অব্যাহত ছিল লেনদেনের শেষ সময় পর্যন্ত। এদিন ডিএসইতে ৩৭০টি প্রতিষ্ঠানের ২১ কোটি ৬৪ লাখ ৪৫ হাজার ৫৪৯টি শেয়ার কেনা-বেচা হয়েছে।
তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪৬১ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯০২ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকা। এদিন লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৪১টির, আর অপরিবর্তিত ছিল ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস শরিয়াহ সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকোর শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ইস্টার্ন হাউজিং। তৃতীয় স্থানে ছিল জেনেক্স ইনফোসেসের শেয়ার। এরপরের অবস্থানে ছিল বসুন্ধরা পেপার মিলস, বাংলাদেশ শিপিং করপোরেশন ওরিয়ন ফার্মাসিটিউক্যালস, নাভানা ফার্মার, কেডিএস এক্সেসোরিজ, আমরা টেকনোলজি এবং জেএমআই হসপিটালের শেয়ার। অপর বাজার সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৭১ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫৭৫ টাকা। এদিন লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৫৭টি কোম্পানির শেয়ারের দাম।