প্রত্যাশা ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের কানপুর এয়ারপোর্টে বিমানে ইঁদুর দেখা যাওয়ায় ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট প্রায় তিন ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করেছে। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায় নির্ধারিত সময়ে সকলে বিমানে উঠে পড়েছেন। সবাই যে যার সিটে বসেও পড়েছেন। এ বার শুধু বিমান ছাড়ার অপেক্ষা। ঠিক সেই সময়েই ঘটল অঘটন। বিমানজুড়ে তাণ্ডব চালাল একটা ছোট ইঁদুর। ১৪০ জন যাত্রী ও এয়ারপোর্ট কর্মকর্তাদের বিমান থেকে নামিয়ে ইঁদুর ধরা হয়।
ফ্লাইটটি দিল্লির উদ্দেশ্যে উড়াল দেয়ার সময় কেবিনে একটি ইঁদুর লাফাতে দেখা যায়। এ খবর জানার পর, বিমানবন্দর কর্তৃপক্ষ তৎক্ষণাৎ যাত্রীদের নিরাপদে অবতরণ করিয়ে, ফ্লাইট থেকে সবাইকে বের করে দেয় এবং ইঁদুরটিকে খোঁজার জন্য একটি অভিযান শুরু হয়।
অভিযানটি প্রায় এক ঘণ্টা পঁইত্রিশ মিনিট ধরে চলেছিল। এর পরে, ফ্লাইটটি অবশেষে প্রায় তিন ঘণ্টা পর কানপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়।
এয়ারপোর্ট মিডিয়া ইনচার্জ ভিভেক সিং এনডিটিভি-কে ফোনে জানান, ইঁদুরটির উপস্থিতি নিশ্চিত হওয়ার পর যাত্রীদের নিরাপত্তার জন্য তাদের ফ্লাইট থেকে বের করা হয়েছে।
এই ঘটনার কারণে যাত্রীদের জন্য কিছুটা অস্বস্তির সৃষ্টি হলেও, নিরাপত্তা ব্যবস্থা ও সতর্কতার জন্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে।
ওআ/আপ্র/২২/০৯/২০২৫