ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

বিমানবন্দর চালাতে ইইউর সহায়তা চেয়েছে তালেবান

  • আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • ১৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিমানবন্দরগুলো চালু রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহান্তে ইইউর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তালেবান এ সহায়তা চায়। একই আলোচনায় আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগের বিষয়টি উত্থাপিত হয়। গতকাল রোববার ইইউ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আলোচনায় অংশ নেওয়ার জন্য ইইউ ও তালেবান উভয় পক্ষ জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় পাঠায়।
তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ইইউ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তান–বিষয়ক বিশেষ দূত টমাস নিকলাসসন।
আমির খান মুত্তাকির সঙ্গে তালেবানের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী ছিলেন। ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর। এ ছাড়া পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে দোহায় ইইউর সঙ্গে তালেবানের বৈঠকটি হলো। গতকাল দোহায় আফগান তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনা শুরু হচ্ছে। আলোচনাটি দুই সপ্তাহব্যাপী হওয়ার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে চলমান মানবিক সংকটের বিষয় গুরুত্ব পাবে। এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আফগানিস্তান–বিষয়ক বিশেষ মার্কিন দূত টম ওয়েস্ট। ইইউর বিবৃতিতে বলা হয়, যেসব আফগান নাগরিক পশ্চিমাদের সহায়তা করেছিলেন, তাঁদের সাধারণ ক্ষমার প্রতিশ্রুতিতে তালেবান অটল থাকার কথা জানিয়েছে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়। আগস্টের শেষে আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। পরের মাসে তালেবান অন্তর্র্বতী সরকার গঠন করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিমানবন্দর চালাতে ইইউর সহায়তা চেয়েছে তালেবান

আপডেট সময় : ১১:৪৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের বিমানবন্দরগুলো চালু রাখতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছে তালেবান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত সপ্তাহান্তে ইইউর কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তালেবান এ সহায়তা চায়। একই আলোচনায় আফগানিস্তানের মানবিক পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগের বিষয়টি উত্থাপিত হয়। গতকাল রোববার ইইউ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
আলোচনায় অংশ নেওয়ার জন্য ইইউ ও তালেবান উভয় পক্ষ জ্যেষ্ঠ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় পাঠায়।
তালেবান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অন্তর্র্বতী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ইইউ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন আফগানিস্তান–বিষয়ক বিশেষ দূত টমাস নিকলাসসন।
আমির খান মুত্তাকির সঙ্গে তালেবানের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক মন্ত্রী ছিলেন। ছিলেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত গভর্নর। এ ছাড়া পররাষ্ট্র, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগে দোহায় ইইউর সঙ্গে তালেবানের বৈঠকটি হলো। গতকাল দোহায় আফগান তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আরেক দফা আলোচনা শুরু হচ্ছে। আলোচনাটি দুই সপ্তাহব্যাপী হওয়ার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাষ্ট্র-তালেবান আলোচনায় আফগানিস্তানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি দেশটিতে চলমান মানবিক সংকটের বিষয় গুরুত্ব পাবে। এ আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন আফগানিস্তান–বিষয়ক বিশেষ মার্কিন দূত টম ওয়েস্ট। ইইউর বিবৃতিতে বলা হয়, যেসব আফগান নাগরিক পশ্চিমাদের সহায়তা করেছিলেন, তাঁদের সাধারণ ক্ষমার প্রতিশ্রুতিতে তালেবান অটল থাকার কথা জানিয়েছে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানের হাতে যায়। আগস্টের শেষে আফগানিস্তান ত্যাগ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বাহিনী। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ২০ বছরের আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে। পরের মাসে তালেবান অন্তর্র্বতী সরকার গঠন করে।