নিজস্ব প্রতিবেদক: ঢাকার বিমানবন্দর স্টেশন এলাকার অদূরে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ৮টা ১৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে থানার ওসি জয়নাল আবেদীন।
তিনি সংবাদমাধ্যমকে বলেন, ঢাকামুখী যমুনা এক্সপ্রেস এপিবিএন কার্যালয়ের বিপরীতে লাইনচ্যুত হয়েছে। ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও আরেকটি লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
রাতে জামালপুরের তারাকান্দি স্টেশন থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশন।
সূচি অনুযায়ী, ঢাকা থেকে বিকাল পৌনে ৫টায় রওনা হয়ে ট্রেনটির তারাকান্দি স্টেশনে পৌঁছার কথা রাত ১১টায়। এরপর রাত ২টায় সেখান থেকে রওনা হয়ে সকাল ৮টায় কমলাপুর স্টেশনে পৌঁছার কথা।
এসি/