নিজস্ব প্রতিবেদক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সব বিমানবন্দরে যাত্রী হয়রানির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।
গতকাল বুধবার শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবার মানোন্নয়নে আয়োজিত গণশুনানিতে তিনি এ আশ্বাস দেন। গণশুনানিতে বিভিন্ন ধরনের অভিযোগ করেন যাত্রীসহ সংশ্লিষ্টরা। তারা যাত্রী হেনস্তা, গ্রাউন্ড হ্যান্ডলিং, ব্যাগেজ-লাগেজ নিয়ে হয়রানির কথা তুলে ধরেন। এসবের জবাব দিয়ে বেবিচক চেয়ারম্যান ভুক্তভোগী যাত্রীদের সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। শুনানিতে উপস্থিত ছিলেন বেবিচক, বিমানবন্দরসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দরে যাত্রীদের সব অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ