ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা

  • আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

সিলেট সংবাদদাতা: সিলেট থেকে লন্ডনের হিথ্রোগামী বিমানের ফ্লাইট বিজি-২০২ সিলেট বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণ লেগেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যেই ৪ ঘণ্টা বিলম্ব হলেও ফ্লাইটটি এখনো ছেড়ে যায়নি।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি যথারীতি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে বিমানটি থেকে বোর্ডিং ব্রিজ সরে আসার সময় ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ঘষা লাগে। যেহেতু দূরের জার্নি, তাই বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরো বলেন, এ অবস্থায় দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হবে। বিমানে সবমিলিয়ে ২৬২ জন যাত্রী আছেন।

এসি/আপ্র/২৯/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

ভারতে দিওয়ালিতে বাজি ফাটাতে গিয়ে ১৪ শিশুর চোখের আলো নিভে গেলো

বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে লন্ডনগামী বিমানের ধাক্কা

আপডেট সময় : ০২:১৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সিলেট সংবাদদাতা: সিলেট থেকে লন্ডনের হিথ্রোগামী বিমানের ফ্লাইট বিজি-২০২ সিলেট বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের সঙ্গে ঘর্ষণ লেগেছে।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ২৫ মিনিটে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে ইতিমধ্যেই ৪ ঘণ্টা বিলম্ব হলেও ফ্লাইটটি এখনো ছেড়ে যায়নি।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিমানটি যথারীতি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সব প্রস্তুতি শেষ করে বিমানটি থেকে বোর্ডিং ব্রিজ সরে আসার সময় ইঞ্জিনের সঙ্গে বোর্ডিং ব্রিজের ঘষা লাগে। যেহেতু দূরের জার্নি, তাই বিমানটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

তিনি আরো বলেন, এ অবস্থায় দুপুর আড়াইটায় বিকল্প বিমান দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছানো হবে। বিমানে সবমিলিয়ে ২৬২ জন যাত্রী আছেন।

এসি/আপ্র/২৯/১০/২০২৫