ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

বিমানবন্দরে নারীকে যৌন হেনস্তা, গ্রেফতার ১

  • আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ার নারীকে তল্লাশির অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আফফান নামে এক গ্রাউন্ড স্টাফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি কোরিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষ করে তিনি টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় একজন পুরুষ কর্মী তার কাছে এসে তার বিমানের টিকিট দেখতে চান এবং বলেন, আপনার চেক-ইন লাগেজে কোনো সমস্যা হয়েছে এবং লাগেজ থেকে একটি বিপ শব্দ বের হচ্ছে- আপনাকে আলাদাভাবে পরীক্ষা করা দরকার। এরপর তাকে পুরুষদের ওয়াশরুমের কাছে নিয়ে যান এবং আপত্তি সত্ত্বেও তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এতে বাধা দিলে মোহাম্মদ আফফান তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে চলে যান।

পরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে ঘটনাটি জানালে, নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ একটি মামলা করে আফফানকে গ্রেফতার করে।

আফফান বিমানবন্দরে গ্রাউন্ড এবং কার্গো পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া SATS-এর হয়ে কাজ করতেন। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অমার্জনীয় ঘটনা রিপোর্ট করা হয়েছে।

জড়িত কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং অতিথিকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করেছি।

এসি/আপ্র/২২/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কেউ কেউ বেহেশতের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে: তারেক রহমান

বিমানবন্দরে নারীকে যৌন হেনস্তা, গ্রেফতার ১

আপডেট সময় : ০২:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে এক দক্ষিণ কোরিয়ার নারীকে তল্লাশির অজুহাতে যৌন নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আফফান নামে এক গ্রাউন্ড স্টাফ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশের কাছে করা অভিযোগে ওই নারী জানিয়েছেন, গত সোমবার (১৯ জানুয়ারি) তিনি কোরিয়া যাওয়ার জন্য বিমানবন্দরে ইমিগ্রেশন চেক শেষ করে তিনি টার্মিনালের দিকে যাচ্ছিলেন।

এ সময় একজন পুরুষ কর্মী তার কাছে এসে তার বিমানের টিকিট দেখতে চান এবং বলেন, আপনার চেক-ইন লাগেজে কোনো সমস্যা হয়েছে এবং লাগেজ থেকে একটি বিপ শব্দ বের হচ্ছে- আপনাকে আলাদাভাবে পরীক্ষা করা দরকার। এরপর তাকে পুরুষদের ওয়াশরুমের কাছে নিয়ে যান এবং আপত্তি সত্ত্বেও তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করেন। এতে বাধা দিলে মোহাম্মদ আফফান তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ বলে চলে যান।

পরে ভুক্তভোগী নারী তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে ঘটনাটি জানালে, নিরাপত্তা কর্মীরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর পুলিশ একটি মামলা করে আফফানকে গ্রেফতার করে।

আফফান বিমানবন্দরে গ্রাউন্ড এবং কার্গো পরিষেবা প্রদানকারী এয়ার ইন্ডিয়া SATS-এর হয়ে কাজ করতেন। এ বিষয়ে তারা এক বিবৃতিতে জানায়, বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অমার্জনীয় ঘটনা রিপোর্ট করা হয়েছে।

জড়িত কর্মচারীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার ফলে সৃষ্ট মানসিক যন্ত্রণার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং অতিথিকে প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করেছি।

এসি/আপ্র/২২/০১/২০২৬