নিজস্ব প্রতিবেদক: ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে প্রধান করে কোর কমিটি গঠন করেছে সরকার। আগামী ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি প্রতিবেদন দাখিল করবে।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির জরুরি সভা শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। হজরত শাহজা
লাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এ জরুরি সভা করা হয়।
ফারুক ই আজম বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের বিষয়ে তদন্তে আজ একটি কোর কমিটি গঠন করা হয়েছে। এটি ১২ সদস্য বিশিষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সচিব কমিটির নেতৃত্বে থাকবেন। এ কমিটির সভা আবার আগামী ৫ নভেম্বর হবে। ৫ নভেম্বরের মধ্যে এ কমিটি প্রতিবেদন দাখিল করবে। এ কমিটির সুপারিশ অনুসারে পরিকল্পনা নেওয়া হবে।
তিনি বলেন, আগুন লাগার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, আমরা সভায় সেটা নিয়ে দীর্ঘ সময় কথা বলেছি। দুর্যোগ ব্যবস্থাপনার স্থায়ী নির্দেশিকা অনুসারে আজ এ সভা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টার সভাপতিত্বে সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীনসহ বিভিন্ন মন্ত্রণালয় সচিবরা উপস্থিত ছিলেন।
ওআ/আপ্র/১৯/১০/২০২৫