ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বিভিন্ন দেশের সরকারের জন্য বিশেষ ক্লাউড আনলো মাইক্রসফট

  • আপডেট সময় : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২
  • ১১০ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক : সরকারি ক্রেতাদের জন্য বিশেষ একটি পাবলিক ক্লাউড উন্মোচন করল মাইক্রসফট। এই ক্লাউডে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইতালীয় ডিফেন্স গ্রুপ লিওনার্দো এবং বেলজিয়াম টেলিকম প্রতিষ্ঠান প্রক্সিমাসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ক্লাউডটি উন্মোচন করা হয়। মহামারির সময়ে পাবলিক সেক্টরে বিশেষ ডিজিটাল অগ্রগতি এবং বিশেষ করে অ্যামাজন এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে এমন সিদ্ধান্ত মাইক্রসফটের।
রয়টার্স জানায়, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী সরকারি ক্লাউডের বাজার দাঁড়াতে পারে ৭১.২ বিলিয়ন ডলারে যেখানে ২০২১ সালে এর বাজার ছিল ২৭.৬ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট কোরি স্যান্ডার্স বলেন, আমরা আশা করছি, গোটা বিশ্বব্যাপী আমাদের ক্রেতা থাকবে। তবে প্রথম কিছু ক্রেতা থাকবে ইউরোপ ভিত্তিক। তিনি আরও বলেন, ক্রেতাদের সঙ্গে একটি প্রাইভেট প্রিভিউ পরিচালনা করা হবে। মাইক্রসফট জানায়, সর্বাধুনিক প্রযুক্তি এবং কম খরচ ছাড়াও তাদের এই ক্লাউড পণ্যটি ডাটা গভর্নেন্স, সিকিউরিটি কন্ট্রোল, নাগরিকদের গোপনীয়তা, ডাটা রেসিডেন্সিসহ সব ধরনের প্রয়োজনীয়তাই পূরণ করবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিভিন্ন দেশের সরকারের জন্য বিশেষ ক্লাউড আনলো মাইক্রসফট

আপডেট সময় : ১০:৩১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২

প্রযুক্তি ডেস্ক : সরকারি ক্রেতাদের জন্য বিশেষ একটি পাবলিক ক্লাউড উন্মোচন করল মাইক্রসফট। এই ক্লাউডে থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ইতালীয় ডিফেন্স গ্রুপ লিওনার্দো এবং বেলজিয়াম টেলিকম প্রতিষ্ঠান প্রক্সিমাসের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ক্লাউডটি উন্মোচন করা হয়। মহামারির সময়ে পাবলিক সেক্টরে বিশেষ ডিজিটাল অগ্রগতি এবং বিশেষ করে অ্যামাজন এবং গুগলের সঙ্গে পাল্লা দিতে এমন সিদ্ধান্ত মাইক্রসফটের।
রয়টার্স জানায়, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী সরকারি ক্লাউডের বাজার দাঁড়াতে পারে ৭১.২ বিলিয়ন ডলারে যেখানে ২০২১ সালে এর বাজার ছিল ২৭.৬ বিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট কোরি স্যান্ডার্স বলেন, আমরা আশা করছি, গোটা বিশ্বব্যাপী আমাদের ক্রেতা থাকবে। তবে প্রথম কিছু ক্রেতা থাকবে ইউরোপ ভিত্তিক। তিনি আরও বলেন, ক্রেতাদের সঙ্গে একটি প্রাইভেট প্রিভিউ পরিচালনা করা হবে। মাইক্রসফট জানায়, সর্বাধুনিক প্রযুক্তি এবং কম খরচ ছাড়াও তাদের এই ক্লাউড পণ্যটি ডাটা গভর্নেন্স, সিকিউরিটি কন্ট্রোল, নাগরিকদের গোপনীয়তা, ডাটা রেসিডেন্সিসহ সব ধরনের প্রয়োজনীয়তাই পূরণ করবে।