ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

  • আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ছবি ইন্টারনেট

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১০০ দমকলকর্মী।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বর্তমানে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ৯ তলা ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে তাদের কাছে আগুনের খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি পুরোনো বিবিসি টেলিভিশন সেন্টার। যা ২০১৩ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান কার্যালয় ছিল।

দমকল বিভাগ আরো জানিয়েছে, আগুন ভবনে ছড়িয়ে পড়েছে। একটি রেস্টুরেন্ট এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উড লেনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৩টার পরপরই আগুনের প্রথম খবর পাওয়া যায় এবং এরপরই হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইকসহ আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরো কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সানা/আপ্র/০৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট সময় : ০৯:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনের হোয়াইট সিটি এলাকায় বিবিসির সাবেক সদরদপ্তরে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রায় ১০০ দমকলকর্মী।

শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৩টার দিকে নয়তলা ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে বর্তমানে বেশ কয়েকটি ফ্ল্যাট ও রেস্তোরাঁ হয়েছে। লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুন ৯ তলা ভবনটির উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ভোররাত সোয়া ৩টার কিছু আগে তাদের কাছে আগুনের খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে একজন ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। যে ভবনটিতে আগুন লেগেছে, সেটি পুরোনো বিবিসি টেলিভিশন সেন্টার। যা ২০১৩ সাল পর্যন্ত সংস্থাটির প্রধান কার্যালয় ছিল।

দমকল বিভাগ আরো জানিয়েছে, আগুন ভবনে ছড়িয়ে পড়েছে। একটি রেস্টুরেন্ট এবং বেশ কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সতর্কতা হিসেবে পার্শ্ববর্তী ভবনগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

ইতোমধ্যে উড লেনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভোর ৩টার পরপরই আগুনের প্রথম খবর পাওয়া যায় এবং এরপরই হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন, চিসউইকসহ আশপাশের ফায়ার স্টেশনগুলো থেকে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ জানিয়েছে, আগুন এখনো জ্বলছে। ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরো কয়েক ঘণ্টা দমকলকর্মীরা সেখানে অবস্থান করবেন। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি।

সানা/আপ্র/০৬/০৯/২০২৫