ঢাকা ১০:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

  • আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর সংবাদদাতা : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। গতকাল সোমবার জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী জানান, সকাল ১০টার দিকে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে দুপুর ১২টা থেকে পানি ২৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, জাজিরা, কুন্ডেরচর ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকছে। অব্যাহত আছে নদী ভাঙন। রোববার (৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে কুন্ডেরচর ইউনিয়নের ভাঙন কবলিত ১৪২টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দুই হাজার টাকার চেক বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। ভাঙন রোধে জিওব্যাগ ও জিওটিউব ফেলার কাজ চলেছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বজ্রপাতে একদিনে ১০ জনের মৃত্যু

বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপরে পদ্মার পানি

আপডেট সময় : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১

শরীয়তপুর সংবাদদাতা : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শরীয়তপুরে পদ্মা নদীর পানি বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পানি ঢুকছে জেলার নিম্নাঞ্চলে। বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। গতকাল সোমবার জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) শিল্পী জানান, সকাল ১০টার দিকে পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিলো। তবে দুপুর ১২টা থেকে পানি ২৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জানা যায়, পদ্মায় পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী জাজিরা উপজেলার পূর্বনাওডোবা, পালেরচর, বিলাশপুর, জাজিরা, কুন্ডেরচর ইউনিয়ন ও নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পানি ঢুকছে। অব্যাহত আছে নদী ভাঙন। রোববার (৫ সেপ্টেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের পক্ষ থেকে জাজিরা উপজেলা প্রশাসনের আয়োজনে কুন্ডেরচর ইউনিয়নের ভাঙন কবলিত ১৪২টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দুই হাজার টাকার চেক বিতরণ করেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) পারভেজ হাসান। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব জানান, জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করছে। ভাঙন রোধে জিওব্যাগ ও জিওটিউব ফেলার কাজ চলেছে।