ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে প্রেমের গান

  • আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
  • ১২৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সব মাধ্যমেই নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। অন্যদিকে ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয় হলেও মাঝে মধ্যে গানেও কণ্ঠ দিয়ে থাকেন বিপ্লব সাহা। দুজন এবার একসঙ্গে গাইলেন মৌলিক গান। তাদের গাওয়া এই গানটির শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট এবং মাওয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওর গল্প সাজিয়েছেন এবং পরিচালনা করেছেন বিপ্লব সাহা ও রিজভী। ৪ ডিসেম্বর রাতে ইউটিউবে বিপ্লব সাহার নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ এবং ব্যক্তিগত চ্যানেল থেকে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানকে অন্তরে ধারণ করি। অন্য পেশায় ব্যস্ত থাকলেও তাই সময় পেলেই শখের বসে গান করি। এবারের গানটি পুরোপুরি ভালোবাসার। আমার ভালোবাসার মানুষেরা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’
অন্যদিকে কোনালের ভাষ্য, ‘বিপ্লব সাহা দাদা আমার পছন্দের মানুষদের একজন। তিনি গানটির পরিকল্পনার কথা জানাতেই রাজি হয়ে যাই। তিনি গেয়েছেনও দারুণ। কথা-সুর-সংগীতায়োজনও আমার মনে ধরেছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’ উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ এবং ‘তুমি রবে নীরবে’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বিপ্লব সাহা ও কোনাল।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপ্লব সাহা ও কোনালের কণ্ঠে প্রেমের গান

আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ ডিসেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী কোনাল। সব মাধ্যমেই নিয়মিত কণ্ঠ দিয়ে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা। অন্যদিকে ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয় হলেও মাঝে মধ্যে গানেও কণ্ঠ দিয়ে থাকেন বিপ্লব সাহা। দুজন এবার একসঙ্গে গাইলেন মৌলিক গান। তাদের গাওয়া এই গানটির শিরোনাম ‘তোমার চোখে চোখ পড়লেই’। কথা লিখেছেন মারুফ আহমেদ এবং সুর করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেট এবং মাওয়ার বিভিন্ন মনোরম লোকেশনে। ভিডিওর গল্প সাজিয়েছেন এবং পরিচালনা করেছেন বিপ্লব সাহা ও রিজভী। ৪ ডিসেম্বর রাতে ইউটিউবে বিপ্লব সাহার নিজের ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ এবং ব্যক্তিগত চ্যানেল থেকে গানচিত্রটি উন্মুক্ত করা হয়েছে। গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, ‘ছোটবেলা থেকেই আমি গানকে অন্তরে ধারণ করি। অন্য পেশায় ব্যস্ত থাকলেও তাই সময় পেলেই শখের বসে গান করি। এবারের গানটি পুরোপুরি ভালোবাসার। আমার ভালোবাসার মানুষেরা পছন্দ করবেন বলেই বিশ্বাস।’
অন্যদিকে কোনালের ভাষ্য, ‘বিপ্লব সাহা দাদা আমার পছন্দের মানুষদের একজন। তিনি গানটির পরিকল্পনার কথা জানাতেই রাজি হয়ে যাই। তিনি গেয়েছেনও দারুণ। কথা-সুর-সংগীতায়োজনও আমার মনে ধরেছে। আশাকরি শ্রোতাদেরও ভালো লাগবে।’ উল্লেখ্য, এর আগে রবীন্দ্রনাথের ‘আমার পরাণ যাহা চায়’ এবং ‘তুমি রবে নীরবে’ গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছিলেন বিপ্লব সাহা ও কোনাল।