ঢাকা ১১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

বিপ্লবের মুষ্টি ছেড়ে রং-তুলি হাতে শিক্ষার্থীরা

  • আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন শিক্ষার্থীরা। এখন তারা দেশ মেরামতের কাজ করছেন তরুণরা। তাদের হাতেই নতুন করে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি, বাদ যাচ্ছে না রাজশাহীও। রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর অগোছালো দেয়ালগুলো নতুন করে সাজাচ্ছেন। গত রোববার (১১ আগস্ট) বিকেলে নগরীর সি অ্যান্ড বি মোড় ও বর্ণালী এলাকায় রং-তুলির আঁচড়ে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবু চোখে-মুখে উচ্ছ্বাস তাদের। দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নিল, হলুদসহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি। তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা; কেউ বসে নেই। শিক্ষার্থীদের এমন নান্দনিক কাজে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োঃবৃদ্ধদের।
দেয়ালে ফুটে উঠেছে- বল বীর চির উন্নত মম শির, মেধার বিজয় নতুন দেশ গড়ি, আওয়াজ উডা, রাষ্ট্র সংস্কার চলছে, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো, ারপঃড়ৎু ইধহমষধফবংয, কারার ঐ লৌহ কপাট, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, নিজের হাতে গড়ি দেশ মোদেরই বাংলাদেশ, ধর্ম যার যার দেশটা সবারসহ নানা লেখা। রাজশাহী কলেজের শিক্ষার্থী কাজী অরণী বলেন, সবাই যেন ধর্মীয় দিক থেকে উগ্রমানসিকতা বাদ দেয়। যার যার ধর্ম, তাকে তার ধর্মের অধিকার নিয়ে বাঁচতে দেওয়া হোক। কোনো ধর্মের মানুষ যেন তার ধর্ম পালনে বাধাগ্রস্থ বা বিপদগ্রস্ত না হয়। এ রকম বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলেছি। আমি অনেক সন্তুষ্ট এ সব নিয়ে কাজ করতে পেরে। এ দেয়ালিকার মাধ্যমে যদি সবাই বিষয়টা বুঝতে পারে, তাতেই আমরা স্বার্থক। আফিয়া ফাহমিদা নামে আরেক শিক্ষার্থী বলেন, স্বাধীন ও রঙিন দেশ এই বাংলাদেশ। সেই রঙ ফিরিয়ে দিতেই গ্রাফিতি করা হচ্ছে। ২০২৪ সালে আমরা আন্দোলন করে যে অর্জনটা করেছি, সেটা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। সবাই যেন স্মৃতিগুলো মনে রাখে, সে জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিপ্লবের মুষ্টি ছেড়ে রং-তুলি হাতে শিক্ষার্থীরা

আপডেট সময় : ১০:৪৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪

ক্যাম্পাস ও ক্যারিয়ার ডেস্ক: গণঅভুত্থানের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন শিক্ষার্থীরা। এখন তারা দেশ মেরামতের কাজ করছেন তরুণরা। তাদের হাতেই নতুন করে গড়ে উঠছে নতুন বাংলাদেশ। দেশব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিপ্লবের মুষ্টি ছেড়ে হাতে তুলে নিয়েছেন রং-তুলি, বাদ যাচ্ছে না রাজশাহীও। রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর অগোছালো দেয়ালগুলো নতুন করে সাজাচ্ছেন। গত রোববার (১১ আগস্ট) বিকেলে নগরীর সি অ্যান্ড বি মোড় ও বর্ণালী এলাকায় রং-তুলির আঁচড়ে রাঙিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। সরেজমিন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীদের এক হাতে রংয়ের কৌটা, অন্য হাতে তুলি। শরীর বেয়ে বেয়ে চুয়ে পড়ছে ঘাম। তবু চোখে-মুখে উচ্ছ্বাস তাদের। দেখা গেছে, অপরিচ্ছন্ন প্রতিটি দেওয়াল কালো, সাদা, লাল, নিল, হলুদসহ নানা রঙে রাঙাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কারও হাতে ছিল রঙ-তুলি। তাদের সাহায্য করছেন অন্য শিক্ষার্থীরা; কেউ বসে নেই। শিক্ষার্থীদের এমন নান্দনিক কাজে চোখ আটকে যাচ্ছে শিশু থেকে বয়োঃবৃদ্ধদের।
দেয়ালে ফুটে উঠেছে- বল বীর চির উন্নত মম শির, মেধার বিজয় নতুন দেশ গড়ি, আওয়াজ উডা, রাষ্ট্র সংস্কার চলছে, নাম আমার জনগণ, আমি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, স্বাধীনতা এই শব্দটি আমাদের কিভাবে হলো, ারপঃড়ৎু ইধহমষধফবংয, কারার ঐ লৌহ কপাট, চলো বাংলাদেশ চলো বিজয়ের টানে, নিজের হাতে গড়ি দেশ মোদেরই বাংলাদেশ, ধর্ম যার যার দেশটা সবারসহ নানা লেখা। রাজশাহী কলেজের শিক্ষার্থী কাজী অরণী বলেন, সবাই যেন ধর্মীয় দিক থেকে উগ্রমানসিকতা বাদ দেয়। যার যার ধর্ম, তাকে তার ধর্মের অধিকার নিয়ে বাঁচতে দেওয়া হোক। কোনো ধর্মের মানুষ যেন তার ধর্ম পালনে বাধাগ্রস্থ বা বিপদগ্রস্ত না হয়। এ রকম বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলেছি। আমি অনেক সন্তুষ্ট এ সব নিয়ে কাজ করতে পেরে। এ দেয়ালিকার মাধ্যমে যদি সবাই বিষয়টা বুঝতে পারে, তাতেই আমরা স্বার্থক। আফিয়া ফাহমিদা নামে আরেক শিক্ষার্থী বলেন, স্বাধীন ও রঙিন দেশ এই বাংলাদেশ। সেই রঙ ফিরিয়ে দিতেই গ্রাফিতি করা হচ্ছে। ২০২৪ সালে আমরা আন্দোলন করে যে অর্জনটা করেছি, সেটা দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছি। সবাই যেন স্মৃতিগুলো মনে রাখে, সে জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা।