ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন

  • আপডেট সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। বিপিএলের একাদশ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময়ে এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়। আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। তবে অনলাইনে ও বুথ থেকে বিক্রি হওয়া টিকেটে ম্যাচ শুরুর সময় আগে থেকেই উল্লেখ করা আছে ৬টাতে।

বিপিএলে এবার দুপুরের ম্যাচগুলি শুরু হয়েছে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু শুক্রবারে দুপুরের ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। ফাইনালের দিন একটিই ম্যাচ। শুক্রবার হলেও তাই সময় এগিয়ে আনায় জটিলতা নেই। টানা দ্বিতীয় ট্রফির আশায় এই ফাইনালে নামবে ফরচুন বরিশাল। ২০১৩ আসরে ফাইনালে খেলা চিটাগং কিংস এক যুগ পর বিপিএলে ফিরেই পৌঁছে গেছে ফাইনালে। চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন

আপডেট সময় : ০৮:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিপিএল ফাইনালের সময়ে পরিবর্তন আনা হয়েছে। আগের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়। বিপিএলের একাদশ আসরের ফাইনালে শুক্রবার মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময়ে এখন শুরু হবে সন্ধ্যা ৬টায়। আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তনের কথা বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে। তবে অনলাইনে ও বুথ থেকে বিক্রি হওয়া টিকেটে ম্যাচ শুরুর সময় আগে থেকেই উল্লেখ করা আছে ৬টাতে।

বিপিএলে এবার দুপুরের ম্যাচগুলি শুরু হয়েছে দুপুর দেড়টায়, সন্ধ্যার ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টায়। শুধু শুক্রবারে দুপুরের ম্যাচ শুরু হয়েছে দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়। ফাইনালের দিন একটিই ম্যাচ। শুক্রবার হলেও তাই সময় এগিয়ে আনায় জটিলতা নেই। টানা দ্বিতীয় ট্রফির আশায় এই ফাইনালে নামবে ফরচুন বরিশাল। ২০১৩ আসরে ফাইনালে খেলা চিটাগং কিংস এক যুগ পর বিপিএলে ফিরেই পৌঁছে গেছে ফাইনালে। চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি এখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি।