ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫

বিপিএল খেলতে মুখিয়ে আছেন ডু প্লেসি

  • আপডেট সময় : ১০:০০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ইতোমধ্যে দল গোছানোর কাজ শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের সরাসরি সাইনিংয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে ।
ডু প্লেসি কুমিল্লার হয়ে মাঠে নামার আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে প্রথমবার বিপিএল খেলতে নামার জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি।
সেই ভিডিও বার্তায় ফাফ বলেন, ‘আমি ফাফ ডু প্লেসিস বলছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে। ’
বিপিএলে এর আগে ৭টি আসরে শেষ হলেও কোনবারই এই টুর্নামেন্টে খেলেননি ডু প্লেসিস। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। কুমিল্লায় ফাফের সঙ্গী হিসেবে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরুন ডেলপোর্টের মতো ক্রিকেটারদের।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বিপিএল খেলতে মুখিয়ে আছেন ডু প্লেসি

আপডেট সময় : ১০:০০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর আগামী ২১ জানুয়ারি শুরু হবে। ইতোমধ্যে দল গোছানোর কাজ শেষ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিজেদের সরাসরি সাইনিংয়ে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিকে দলে নিয়েছে ।
ডু প্লেসি কুমিল্লার হয়ে মাঠে নামার আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন। যেখানে প্রথমবার বিপিএল খেলতে নামার জন্য মুখিয়ে আছে বলে জানান তিনি।
সেই ভিডিও বার্তায় ফাফ বলেন, ‘আমি ফাফ ডু প্লেসিস বলছি। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বিপিএলে যোগ দিতে আমি মুখিয়ে আছি। এবারই প্রথমবার বিপিএলে খেলব। আমি আমাদের সফল ও শক্তিশালী দলের সাথে যোগ দিতে উদগ্রীব। শিগগিরই দেখা হবে। আশা করছি দারুণ এক টুর্নামেন্ট কাটবে। ’
বিপিএলে এর আগে ৭টি আসরে শেষ হলেও কোনবারই এই টুর্নামেন্টে খেলেননি ডু প্লেসিস। এবার প্রথমবারের মতো বিপিএল খেলতে বাংলাদেশে আসবেন তিনি। কুমিল্লায় ফাফের সঙ্গী হিসেবে পাচ্ছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলী, সুনীল নারাইন, ক্যামেরুন ডেলপোর্টের মতো ক্রিকেটারদের।